বিজ্ঞান চর্চার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তোলার আহ্বান ডা. জুবাইদার

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ৩৬৪ বার পড়া হয়েছে

বিজ্ঞান চর্চার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
আজ (শুক্রবার, ২৩ মে) বিকেলে গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
দেশে ফিরে প্রথম কোনো প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিলেন জুবাইদা রহমান।
এসময় শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের প্রশংসা তিনি বলেন, ‘বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের জন্য সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।’
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।