বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের বিনিময়ে এ অন্তর্বর্তী সরকার হয়েছে এবং তাদের জন্য আমরা আজ নিরাপদে রাজনীতি করতে পারছি। তাদেরকে আমরা ভুলে গেলে চলবে না।
শুক্রবার (২৩ মে) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় শহিদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
নরসিংদীর আরমান মোল্লার পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে জানিয়ে রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, শহিদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে। নিহতদের পুরো তালিকা কেন সরকারের কাছে নেই?
এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।