ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাকিবের উইকেট পাওয়ার দিনে লাহোরের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুণে গুণে ঠিক ২৩৫ দিন পর বল হাতে তুলে নিলেন উইকেট, আর তার দল লাহোর কালান্দার্সও পেল স্বস্তির জয়। করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ার পর্বে জায়গা করে নিয়েছে তারা।

সেপ্টেম্বরে শেষবার উইকেট নেওয়া সাকিব এরপর ছিলেন মাঠের বাইরে। প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পেয়ে বল হাতে জাত চেনালেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। দলে আরও দুই বাংলাদেশি স্পিনার—রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ ছিলেন, তবে অভিজ্ঞতার জোরে সাকিবই সুযোগ পান মূল একাদশে।

বল হাতে সাকিবের সুযোগ আসে ইনিংসের সপ্তম ওভারে। মাত্র এক ওভারের স্পেলে তিনি দেন চার রান এবং তুলে নেন জেমস ভিন্সের গুরুত্বপূর্ণ উইকেট। তবে এরপর আর বোলিংয়ে দেখা যায়নি তাকে। ওয়ার্নার ছাড়াও ইরফান খান (১৮), খুশদিল শাহ (২৭) ও মোহাম্মদ নবির (১৬) ছোট ছোট ইনিংসে করাচি দাঁড় করায় ১৯০ রানের লড়াকু সংগ্রহ।

তবে এই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আধিপত্য দেখায় লাহোর। ইনিংসের গোড়াপত্তন করেন ফখর জামান, যিনি ২৮ বলে খেলেন ৪৭ রানের ঝড়ো ইনিংস। এরপর মূল দায়িত্ব নেন আব্দুল্লাহ শফিক, যিনি ৩৫ বলে করেন ৬৫ রান। শেষ দিকে কুশল পেরেরা (৩০) ও ভানুকা রাজাপাকশে (১২ বলে ২৩*) নিশ্চিত করেন জয়।

৬ উইকেটের এই জয়ে কোয়ালিফায়ারে উঠেছে লাহোর কালান্দার্স। সাকিবদের পরবর্তী চ্যালেঞ্জ ইসলামাবাদ ইউনাইটেড, যাদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে নামবে শুক্রবার (২৩ মে) রাতে।

নিউজটি শেয়ার করুন

সাকিবের উইকেট পাওয়ার দিনে লাহোরের দারুণ জয়

আপডেট সময় : ০১:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

গুণে গুণে ঠিক ২৩৫ দিন পর বল হাতে তুলে নিলেন উইকেট, আর তার দল লাহোর কালান্দার্সও পেল স্বস্তির জয়। করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ার পর্বে জায়গা করে নিয়েছে তারা।

সেপ্টেম্বরে শেষবার উইকেট নেওয়া সাকিব এরপর ছিলেন মাঠের বাইরে। প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পেয়ে বল হাতে জাত চেনালেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। দলে আরও দুই বাংলাদেশি স্পিনার—রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ ছিলেন, তবে অভিজ্ঞতার জোরে সাকিবই সুযোগ পান মূল একাদশে।

বল হাতে সাকিবের সুযোগ আসে ইনিংসের সপ্তম ওভারে। মাত্র এক ওভারের স্পেলে তিনি দেন চার রান এবং তুলে নেন জেমস ভিন্সের গুরুত্বপূর্ণ উইকেট। তবে এরপর আর বোলিংয়ে দেখা যায়নি তাকে। ওয়ার্নার ছাড়াও ইরফান খান (১৮), খুশদিল শাহ (২৭) ও মোহাম্মদ নবির (১৬) ছোট ছোট ইনিংসে করাচি দাঁড় করায় ১৯০ রানের লড়াকু সংগ্রহ।

তবে এই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আধিপত্য দেখায় লাহোর। ইনিংসের গোড়াপত্তন করেন ফখর জামান, যিনি ২৮ বলে খেলেন ৪৭ রানের ঝড়ো ইনিংস। এরপর মূল দায়িত্ব নেন আব্দুল্লাহ শফিক, যিনি ৩৫ বলে করেন ৬৫ রান। শেষ দিকে কুশল পেরেরা (৩০) ও ভানুকা রাজাপাকশে (১২ বলে ২৩*) নিশ্চিত করেন জয়।

৬ উইকেটের এই জয়ে কোয়ালিফায়ারে উঠেছে লাহোর কালান্দার্স। সাকিবদের পরবর্তী চ্যালেঞ্জ ইসলামাবাদ ইউনাইটেড, যাদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে নামবে শুক্রবার (২৩ মে) রাতে।