আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিগত ১৭ বছর হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল তখন আপনারা মুখে কুলুপ এঁটে ছিলেন। তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সাথে শীর্ষ সেনা নেতৃত্ব তাদের বিভিন্ন আলোচনার বক্তব্যে দ্বিমত প্রকাশ করছেন। যেকোনো অসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি শতভাগ আনুগত্য প্রদর্শন দেশের সকল ফোর্সের এবসুল্যুট রেসপনসিবিলি ও অবলিগেশন।'
আজ (শুক্রবার, ২৩ মে) বিকেলে সিরাজগঞ্জের শাহজাপুরে উপজেলা এবি পার্টি আয়োজিত যোগদান ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বাংলাদেশ সেনাবাহিনীকে ইঙ্গিত করে তিনি বলেন, 'তারা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, যে যে বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের সাথে দ্বিমত করছেন এটি টেন্টামেন্টাল মিলিটারি ক্যু বা প্রায় সামরিক ক্যু হয়ে যাওয়ার মত ভাষা।'
ব্যারিস্টার ফুয়াদ বলেন, 'বিগত সময়ে ভারতের সাথে বিভিন্ন নিম্নমানের চুক্তি করা হয়েছে, আপনাদের অফিসারেরা ভারতে গিয়ে ঘোড়া উপহার নিয়ে দেশ বিক্রি করে দিচ্ছিল, তখন আপনাদের মুখে কোন কথা শুনি নাই।'
এসময় এবি পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।