ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন : উপদেষ্টা রিজওয়ানা

- আপডেট সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ৩৫৯ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন।
তিনি বলেন, দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে। কাজ করতে না পারলে সেই দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয়।
উপদেষ্টা বলেন, ‘আমি বিষয়টা এভাবে বলি, কালকে মিটিংয়ের পর আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেই নি। আরো দুইটা দায়িত্ব আছে, আমরা সেগুলো পালন করতে পারছি কি না।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার পর যার যত রকমের দাবি রয়েছে, সব দাবি নিয়ে রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়েছে। সে অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কি না। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো আলোচনা করে আমরা চিন্তা করলাম যে এটা জাতীয় দায়িত্ব। আর আমরা আগে থেকেই বলছি আমরা ক্ষমতা নিইনি, দায়িত্বে আছি। এ দায়িত্বটা পালন করা তখনই সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব। প্রত্যাশার বিষয়টা এক, আর আসলে দায়িত্ব পালন করার বিষয়টা এক।’
রিজওয়ানা বলেন, ‘এই যে প্রতিবন্ধকতা হচ্ছে বড় দাগে আমাদের তিনটা দায়িত্ব পালন করার জন্য। এ প্রতিবন্ধকতাগুলোকে আমরা কীভাবে মোকাবিলা করবো, আদৌ মোকাবিলা করতে পারবো কি না, যদি করতে পারি কীভাবে মোকাবিলা করবো, যদি মোকাবিলা না করতে পারি তাহলে আমাদের কী করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমরা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে অনেক দূর এগিয়েছি। সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিয়েছে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐকমত্য গঠনের কাজ চলছে। আমরা নির্বাচনের একটা সময়সীমা বেঁধে দিয়েছি। আরেকটা পারা হচ্ছে ট্রাইব্যুনাল একটা ছিল দুটো হয়েছে। কিন্তু এগুলো স্মুথ যেতে হবে। এসব কাজে যেন প্রতিবন্ধকতা না আসে শুরু থেকে আমাদের একটা আহ্বান ছিল।’
রিজওয়ানা হাসান বলেন, সংস্কার, জুলাই হত্যার বিচার ও নির্বাচন এই তিনটি মূল কাজ সামনে রেখে অন্তর্বতীকালীন সরকার কাজ করছে। অথচ দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা দাবিতে রাজধানীর রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। নগরবাসীকে জিম্মি করে দাবি আদায়ের চর্চা শুরু হয়েছে। দেশ গঠনে সব রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন।
শুধু নির্বাচনের জন্য বর্তমান সরকার দায়িত্ব নেয়নি উল্লেখ করে রিজওয়ানা হাসান জানান, তারা শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি। তাদের তিনটি কাজ। তা হলো সংস্কার, বিচার ও নির্বাচন। জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। এর বাইরে একদিনও এদিক-সেদিক করার সুযোগ নেই।
প্রধান উপদেষ্টা নতুন কোনো সিদ্ধান্ত নিলে তা তিনি নিজেই জানাবেন বলেও জানান এই উপদেষ্টা।