ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভুয়া পাথরে তৈরি হচ্ছে লাখ টাকার আংটি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর ফাঁকি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয় পাথর। টংয়ের দোকানে সেসব পাথর দিয়ে তৈরি আংটি বিক্রি হচ্ছে লাখ টাকায়। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের স্বঘোষিত দামে চলছে আংটির বাজার। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণা করা হয় বলে জানালেন ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পরিচালক। আংটির দরদাম নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও মূল্য তালিকা নির্ধারণের দাবি ক্রেতাদের।

খান আকাশ। আংটির খোজে আজিমপুর থেকে এসেছেন গুলিস্তানে। পাথরের আংটি পড়ার সখ তার বহুদিন থেকে । দেশের পাথরের আংটির অন্যতম বড় বাজার গুলিস্তানের এই টুইন টাওয়ার মার্কেট এলাকা। এখানে নিচের টংয়ের দোকানেই হচ্ছে লক্ষ লক্ষ টাকার আংটির বিকিকিনি।

কেউ কেউ ৮-১০ লক্ষ টাকায়ও কিনে নিচ্ছেন পাথরের নানারকম আংটি। কেউ ব্যবহার করছেন শারীরিক এবং মানসিক সমস্যা সমাধানের জন্য কেউবা সৌন্দর্য বৃদ্ধির কারণেই পড়ছেন এসব আংটি ।

লক্ষাধিক টাকা মূল্যে বিক্রি হওয়া দোকানগুলোতে রয়েছে বিভিন্ন রকমের আংটি। তবে এসব আংটির বিশেষত্বের ব্যাপারে ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে ভিন্ন ভিন্ন মত।

কর ফাঁকি দিয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে পাথর। বছরে ঠিক কি পরিমাণ আংটির বেচা বিক্রি হয় সে তথ্যও নেই অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করা কোনো সংগঠনের কাছে। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণার কথাও উঠে আসে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির এই পরিচালকের কণ্ঠে।

১০০ টাকা থেকে লাখ টাকা দেশ কিংবা দেশের বাইরে থেকে আসা এসব আংটির নেই কোনো মূল্য তালিকা । জ্যোতিষীদের প্রেসক্রিপশনেই চলছে আংটির বাজার। জ্যৌতিষীর বাণীর বৈজ্ঞানিক ভিত্তিই বা কতটুকু?

ইলিয়াস হোসেন, হাত দেখে জানান বিভিন্ন সমস্যা সমাধানের কথা। পাথরের আংটিতে মিলবে সমাধান, গুনাগুণ বিবেচনায় পাথরকে মূল্যায়ন করার কথা জানালেন এক জ্যোতিষী।

সত্যিই কি সমস্যা সমাধানে কাজে আসে পাথরের এসব আংটি? ইসলামিক স্কলাররা জানালেন ভিত্তি নেই পাথরের বিশেষত্বের৷ সৌন্দর্য বৃদ্ধির কারণে পড়লেও মূল্য তালিকা নির্ধারণের দাবি তাদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুয়া পাথরে তৈরি হচ্ছে লাখ টাকার আংটি

আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

কর ফাঁকি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয় পাথর। টংয়ের দোকানে সেসব পাথর দিয়ে তৈরি আংটি বিক্রি হচ্ছে লাখ টাকায়। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের স্বঘোষিত দামে চলছে আংটির বাজার। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণা করা হয় বলে জানালেন ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পরিচালক। আংটির দরদাম নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও মূল্য তালিকা নির্ধারণের দাবি ক্রেতাদের।

খান আকাশ। আংটির খোজে আজিমপুর থেকে এসেছেন গুলিস্তানে। পাথরের আংটি পড়ার সখ তার বহুদিন থেকে । দেশের পাথরের আংটির অন্যতম বড় বাজার গুলিস্তানের এই টুইন টাওয়ার মার্কেট এলাকা। এখানে নিচের টংয়ের দোকানেই হচ্ছে লক্ষ লক্ষ টাকার আংটির বিকিকিনি।

কেউ কেউ ৮-১০ লক্ষ টাকায়ও কিনে নিচ্ছেন পাথরের নানারকম আংটি। কেউ ব্যবহার করছেন শারীরিক এবং মানসিক সমস্যা সমাধানের জন্য কেউবা সৌন্দর্য বৃদ্ধির কারণেই পড়ছেন এসব আংটি ।

লক্ষাধিক টাকা মূল্যে বিক্রি হওয়া দোকানগুলোতে রয়েছে বিভিন্ন রকমের আংটি। তবে এসব আংটির বিশেষত্বের ব্যাপারে ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে ভিন্ন ভিন্ন মত।

কর ফাঁকি দিয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে পাথর। বছরে ঠিক কি পরিমাণ আংটির বেচা বিক্রি হয় সে তথ্যও নেই অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করা কোনো সংগঠনের কাছে। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণার কথাও উঠে আসে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির এই পরিচালকের কণ্ঠে।

১০০ টাকা থেকে লাখ টাকা দেশ কিংবা দেশের বাইরে থেকে আসা এসব আংটির নেই কোনো মূল্য তালিকা । জ্যোতিষীদের প্রেসক্রিপশনেই চলছে আংটির বাজার। জ্যৌতিষীর বাণীর বৈজ্ঞানিক ভিত্তিই বা কতটুকু?

ইলিয়াস হোসেন, হাত দেখে জানান বিভিন্ন সমস্যা সমাধানের কথা। পাথরের আংটিতে মিলবে সমাধান, গুনাগুণ বিবেচনায় পাথরকে মূল্যায়ন করার কথা জানালেন এক জ্যোতিষী।

সত্যিই কি সমস্যা সমাধানে কাজে আসে পাথরের এসব আংটি? ইসলামিক স্কলাররা জানালেন ভিত্তি নেই পাথরের বিশেষত্বের৷ সৌন্দর্য বৃদ্ধির কারণে পড়লেও মূল্য তালিকা নির্ধারণের দাবি তাদের।