দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

- আপডেট সময় : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ৩৮৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ওই দুই উপদেষ্টা যদি রাজনীতি বা নির্বাচন করতে চান তাহলে তাঁদের সরকার থেকে পদত্যাগ করতে হবে।
আজ শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার (আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম) সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন তাঁরা। আমিও তাদের সঙ্গে ছিলাম। তাঁরা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তাঁরা সরকারের থেকে সেটা পারবে না।’
৫ আগস্ট কারা কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন সম্প্রতি সেই তালিকা সেনাবাহিনী প্রকাশ করেছে। এনিয়ে নাহিদ বলেন, ‘সেনাবাহিনীর তালিকা আরও আগে প্রকাশ হলে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হতো না। এ ছাড়া রাজনীতির সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কের ঘটনা এর আগে ঘটেছে। আমরা ওয়ান-ইলেভেনর মতো ঘটনা দেখেছি। এগুলো কারও জন্যই ভালো ফল বয়ে আনেনি। তাই যার যা কাজ তার সেটির মধ্যেই থাকা উচিত।’
নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার শুধু নির্বাচন দেওয়ার জন্য আসেনি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের।’ এসময় তিনি জনগণের ভোগান্তির কমাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
বিএনপি শুধু জাতীয় নির্বাচন চায় উল্লেখ করে নাহিদ বলেন, জাতীয় নির্বাচনই একমাত্র আকাঙ্ক্ষা নয়। এসময় তিনি সরকারের প্রতি জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে একত্রে রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।