ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের একত্রিত রোডম্যাপের আহ্বান এনসিপির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের একত্রিত রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (শনিবার, ২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের একত্রিত রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র দেয়া হয়, তার দাবি জানানো হয়েছে। তিনি (প্রধান উপদেষ্টা) একমত হয়েছেন।’

নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার আমলের সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে বলেছি। আগের নির্বাচনগুলো সামনে রেখে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না, তা জানিয়েছি প্রধান উপদেষ্টাকে।’

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘তিনি দায়িত্ব সম্পন্ন করেই যেন সিদ্ধান্ত নেন, তার আহ্বান জানানো হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে গেলেও ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে আহ্বান জানিয়েছি।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘কোনো কোনো দল নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সংস্কারের জায়গা থেকে সরে আসায় ড. ইউনূস হতাশা ব্যক্ত করেছেন।’

নিউজটি শেয়ার করুন

নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের একত্রিত রোডম্যাপের আহ্বান এনসিপির

আপডেট সময় : ১০:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের একত্রিত রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (শনিবার, ২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের একত্রিত রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র দেয়া হয়, তার দাবি জানানো হয়েছে। তিনি (প্রধান উপদেষ্টা) একমত হয়েছেন।’

নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার আমলের সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে বলেছি। আগের নির্বাচনগুলো সামনে রেখে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না, তা জানিয়েছি প্রধান উপদেষ্টাকে।’

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘তিনি দায়িত্ব সম্পন্ন করেই যেন সিদ্ধান্ত নেন, তার আহ্বান জানানো হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে গেলেও ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে আহ্বান জানিয়েছি।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘কোনো কোনো দল নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সংস্কারের জায়গা থেকে সরে আসায় ড. ইউনূস হতাশা ব্যক্ত করেছেন।’