সংস্কার শেষ হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত

- আপডেট সময় : ১০:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

সংস্কার শেষ হলে আগামী ফেব্রুয়ারিতেই জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো সময় বেধে দেইনি। আমরা কম্ফোর্টেবল দুটি সময় আপনাদের মাধ্যমেই জাতিকে জানিয়েছি। যদি সংস্কার শেষ হয়ে যায়, তাহলে ফ্রেবুয়ারির মধ্যভাগেই এটি হতে পারে।’
তিনি বলেন, ‘আর যদি সংস্কারের ভেতরে আরেকটু সময় লাগে, এরপরই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পরপরই হতে হবে। তবে এটিকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটি অ্যালাউ করবে না।’
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হতে পারে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সংস্কার ও বিচারের মধ্যে দিয়ে অর্থবহ নির্বাচন হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই যেন নির্বাচন হয়, বৈঠকে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘জুলাই প্রক্লেমেশনের বিষয় আলোচনা হয়েছে। অর্থবহ সংস্কারের মধ্যে দিয়েই অর্থবহ নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘যে সংকট দেখা দিয়েছিল তা আপাতদৃষ্টিতে কমেছে। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে সমস্যা আরো কেটে যাবে।’
নির্বাচন কবে হবে জামায়াত সেটি জানতে চেয়েছে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যেনতেন নির্বাচন চান না। অর্থবহ নির্বাচন করতে চান বলে জানিয়েছেন।’