সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী ২ জুন দেশে আসছেন লাল সবুজের পোস্টার বয় হামজা চৌধুরী। এর একদিন পরই আসবেন কানাডিয়ান শমিত শোম। তাদের সাথে ১০ জুনের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আরো বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার জায়গা পাবেন বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।
অপেক্ষার প্রহর ফুরাচ্ছে। দীর্ঘ বিরতির পর ফুটবল ফিরছে তার আপনালয় জাতীয় স্টেডিয়ামে। ঘরের মাঠে হামজা-শমিতদের বল পায়ে কারিকুরি দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা।
সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগেই দেশে আসবেন ফুটবলের হালের পোস্টার বয়রা, নিশ্চিত করলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘হামজা ২ তারিখে ল্যান্ড করছে। ওইভাবে টিকেট পাওয়া যাচ্ছে না। শমিত দুই তিন তারিখের আগে আসতে পারছে না।’
১০ জুনের ম্যাচ সামনে রেখে একদিন এগিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। হামজার ম্যাচ ও ভ্রমণ ক্লান্তি বিবেচনায় গুঞ্জন আছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা-সমিতদের না খেলানোর।
ম্যানেজার আমের খান বলেন, ‘আমরা ৫ তারিখে ভুটানের সাথে খেলতে চেয়েছিলাম সেটাকে এখন ৪ তারিখে নিয়ে আসা হয়েছে। তাই আমরা ৩০ তারিখে ক্যাম্প শুরু করবো। ক্যাম্প শুরু হওয়ার পরে বোঝা যাবে কি হবে না হবে।’
এদিকে, প্রবাসী ফুটবলারদের দলে ভেড়ানোর জোয়ারে দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস আছে। তবে সব কিছুতে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করে টিম ম্যানেজমেন্ট।
আমের খান বলেন, ‘এইটা একটা চলমান প্রসেস। আমাদের তালিকায় আরো অনেকে রয়েছে। এইটা নিয়ে তো একটা প্ল্যানিং আছে। তার আগে তো কোচেরও প্ল্যান আছে। কোচ তার প্ল্যান অনুযায়ী একটা দল ঘোষণা করবে।’
হামজা যুক্ত হবার পর বদলে গেছে দলের খেলোয়াড়দের শরীরী ভাষা। ভারতের বিপক্ষে তাদের মাঠেই চোখে চোখ রেখে করা ড্র-ই তার প্রমাণ। ঘরের মাঠের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে কেমন করেন প্রবাসী তারকারা সেটিই দেখার অপেক্ষা।