ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে বিএসএফের ‘পুশইন’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট সীমান্ত দিয়ে আবারো ২১ জনকে পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু।

আজ (শনিবার, ২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের কে আটক করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। বিজিবি তাদের হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তবাহীনি বিএসএফ।

নিউজটি শেয়ার করুন

সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে বিএসএফের ‘পুশইন’

আপডেট সময় : ০৬:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সিলেট সীমান্ত দিয়ে আবারো ২১ জনকে পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু।

আজ (শনিবার, ২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের কে আটক করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। বিজিবি তাদের হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তবাহীনি বিএসএফ।