ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জুলাই সনদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপও চাইলো এনসিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ৩৮০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার জুলাই সনদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপও চাইলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সঙ্গে দিতে হবে বিচার ও সংস্কারের সময়সীমাও। আজ (শনিবার, ২৪ মে) দুপুরে বাংলামোটরে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সেইসঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতেও দাবি জানান তিনি।

অন্যদিকে সংঠনটির সদস্য সচিব আখতার হোসেন মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশকে আরো একটি ১/১১-এর দিকে দিকে ঠেলে দিচ্ছে।

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।

আজ দুপুরে বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমেই বর্তমান পরিস্থিতি উল্লেখ করে সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকার জনগণের যে প্রত্যাশা নিয়ে দায়িত্ব নিয়েছে, তা পূরণে ব্যর্থ হয়েছেন তারা।’

এমনকি এই পরিস্থিতি আরো একটি ১/১১ সরকারের দিকে ধাবিত হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১ এর আভাস আমরা লক্ষ্য করছি। জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪ এর অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সেই আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাওয়অর নানা ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে।’

একই সুরে তাল মিলিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাইতো জুলাই সনদসহ জাতীয় নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত সকলের সামনে তুলে ধরতে হবে।’

সেইসাথে সকল রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ গণতান্ত্রীক বাংলাদেশের কথা ভেবে রাজনৈতিক দল এবং জনগণ প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ করতে হবে।’

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে নাহিদ বলেন, ‘শুধু জাতীয় নির্বাচন নিয়ে আন্দোলন না করে সরকারকে সহযোগিতা করুন।’

একইসঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিৎ।’

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন আস্থা হারিয়েছে বলে আমরা মনে করছি। আস্থার জায়গা ধরে রাখতে না পারলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসতে হবে অথবা তাদেরকে দায়িত্ব ছেড়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে আছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই।’

এ সময় করিডর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার শুধু নির্বাচন দেওয়ার জন্য আসেনি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের।’ এসময় তিনি জনগণের ভোগান্তির কমাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

৫ আগস্ট কারা কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন সম্প্রতি সেই তালিকা সেনাবাহিনী প্রকাশ করেছে। এনিয়ে নাহিদ বলেন, ‘সেনাবাহিনীর তালিকা আরও আগে প্রকাশ হলে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হতো না। এ ছাড়া রাজনীতির সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কের ঘটনা এর আগে ঘটেছে। আমরা ওয়ান-ইলেভেনর মতো ঘটনা দেখেছি। এগুলো কারও জন্যই ভালো ফল বয়ে আনেনি। তাই যার যা কাজ তার সেটির মধ্যেই থাকা উচিত।’

নাহিদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন তাঁরা। আমিও তাদের সঙ্গে ছিলাম। তাঁরা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তাঁরা সরকারের থেকে সেটা পারবে না।’

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপও চাইলো এনসিপি

আপডেট সময় : ০৬:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

এবার জুলাই সনদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপও চাইলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সঙ্গে দিতে হবে বিচার ও সংস্কারের সময়সীমাও। আজ (শনিবার, ২৪ মে) দুপুরে বাংলামোটরে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সেইসঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতেও দাবি জানান তিনি।

অন্যদিকে সংঠনটির সদস্য সচিব আখতার হোসেন মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশকে আরো একটি ১/১১-এর দিকে দিকে ঠেলে দিচ্ছে।

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।

আজ দুপুরে বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমেই বর্তমান পরিস্থিতি উল্লেখ করে সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকার জনগণের যে প্রত্যাশা নিয়ে দায়িত্ব নিয়েছে, তা পূরণে ব্যর্থ হয়েছেন তারা।’

এমনকি এই পরিস্থিতি আরো একটি ১/১১ সরকারের দিকে ধাবিত হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১ এর আভাস আমরা লক্ষ্য করছি। জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪ এর অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সেই আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাওয়অর নানা ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে।’

একই সুরে তাল মিলিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাইতো জুলাই সনদসহ জাতীয় নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত সকলের সামনে তুলে ধরতে হবে।’

সেইসাথে সকল রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ গণতান্ত্রীক বাংলাদেশের কথা ভেবে রাজনৈতিক দল এবং জনগণ প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ করতে হবে।’

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে নাহিদ বলেন, ‘শুধু জাতীয় নির্বাচন নিয়ে আন্দোলন না করে সরকারকে সহযোগিতা করুন।’

একইসঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিৎ।’

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন আস্থা হারিয়েছে বলে আমরা মনে করছি। আস্থার জায়গা ধরে রাখতে না পারলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসতে হবে অথবা তাদেরকে দায়িত্ব ছেড়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে আছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই।’

এ সময় করিডর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার শুধু নির্বাচন দেওয়ার জন্য আসেনি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের।’ এসময় তিনি জনগণের ভোগান্তির কমাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

৫ আগস্ট কারা কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন সম্প্রতি সেই তালিকা সেনাবাহিনী প্রকাশ করেছে। এনিয়ে নাহিদ বলেন, ‘সেনাবাহিনীর তালিকা আরও আগে প্রকাশ হলে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হতো না। এ ছাড়া রাজনীতির সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কের ঘটনা এর আগে ঘটেছে। আমরা ওয়ান-ইলেভেনর মতো ঘটনা দেখেছি। এগুলো কারও জন্যই ভালো ফল বয়ে আনেনি। তাই যার যা কাজ তার সেটির মধ্যেই থাকা উচিত।’

নাহিদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন তাঁরা। আমিও তাদের সঙ্গে ছিলাম। তাঁরা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তাঁরা সরকারের থেকে সেটা পারবে না।’