ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদশিকে ফেরত নিলো বিজিবি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ৩৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পতাকা বৈঠকের মাধ্যমে কাজের সন্ধানে দিল্লি গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত নিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে বিজিবি ও বিএসএফের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাঝে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটকদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় তিন বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন।

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির প্রতিপক্ষ ভারতীয় তিন বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে বলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানতে পারেন।

বিএসএফ প্রাথমিকভাবে ৮ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৮ জন শিশুর নামের তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠায়। সেই তালিকা যাচাই বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদশিকে ফেরত নিলো বিজিবি

আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

পতাকা বৈঠকের মাধ্যমে কাজের সন্ধানে দিল্লি গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত নিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে বিজিবি ও বিএসএফের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাঝে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটকদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় তিন বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন।

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির প্রতিপক্ষ ভারতীয় তিন বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে বলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানতে পারেন।

বিএসএফ প্রাথমিকভাবে ৮ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৮ জন শিশুর নামের তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠায়। সেই তালিকা যাচাই বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয়।