ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরি আ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্টার মিলানকে পেছনে ফেলে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি। শেষ ম্যাচ ডেতে ঘরের মাঠে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে এক মৌসুম পর শিরোপা উল্লাস করেছে গ্লি আজ্জুরি। একই ব্যবধানে অপর ম্যাচে কোমোকে হারালেও এক পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স আপেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইন্টার মিলানকে।

ক্যালিয়ারির বিপক্ষে রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতোয়ারা দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম। ততক্ষণে উৎসবের নগরীতে রূপ নিয়েছে গোটা নেপলস।

তৃতীয় লিগ শিরোপার জন্য যে ক্লাবকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৩৩ বছর। তিন মৌসুমের ব্যবধানে তাদের হাতেই উঠলো দ্বিতীয় শিরোপা। সবমিলে চতুর্থবার ইতালি সেরা গ্লি আজ্জুরি।

জিতলেই চ্যাম্পিয়ন। নাপোলির এমন সহজ সমীকরণ কিছুটা কঠিন করে তুলেছিল ক্যালিয়ারি। স্বাগতিকদের আটকে রাখে ৪২ মিনিট পর্যন্ত। দৃষ্টিনন্দন ভলিতে ডেডলক ভাঙেন স্কট ম্যাকটোমিনায়। মাত্তেও পলিতানোর অ্যাসিস্টকে পূর্ণতা দিয়ে জাগিয়ে তোলেন গ্যালারি।

শেষ ম্যাচ ডেতে জয়ের নায়ক হয়ে রইলেন ম্যান ইউ থেকে বিতাড়িত আরেক ফুটবলার রোমেলো লুকাকু। বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান স্ট্রাইকার।

নিষেধাজ্ঞা থাকায় এ ম্যাচে ডাগআউটে ছিলেন না নাপোলি কোচ অ্যান্তোনিও কন্তে। একই রাতে যিনি গড়েছেন ভিন্ন তিন ক্লাবের হয়ে সিরি আ চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তি।

নাপোলি কোচ অ্যান্তোনিও কন্তে বলেন, অনেক ত্যাগের ফল এই শিরোপা। ফুটবলারদের পাশাপাশি কোচিং স্টাফদেরও কৃতিত্ব কম নয়। আর সমর্থকদের ধন্যবাদ। সবসময় তারা আমাদের সাহস ও প্রেরণা যুগিয়ে গেছে।

নাপোলির জয়ে মিলানে নেমেছিল হতাশা। কোমোকে ২-০ গোলে হারিয়েও রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইন্টার মিলানকে। মাত্র ১ পয়েন্টে পিছিয়ে শিরোপা হাতছাড়া করলো নেরাজ্জুরি।

ঘরের মাঠে কোমোকে হারাতে অবশ্য বেগ পেতে হয়নি ইন্টারের। ব্যবধান গড়ে দেন স্তেফান দে ভিরিজ ও জোয়াকিন কোরেয়া। তার আগে বিদায়ী ম্যাচে লাল কার্ড দেখে ক্যারিয়ারের ইতি টানেন কোমোর স্প্যনিশ গোলরক্ষক পেপে রেইনা।

নিউজটি শেয়ার করুন

সিরি আ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

আপডেট সময় : ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ইন্টার মিলানকে পেছনে ফেলে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি। শেষ ম্যাচ ডেতে ঘরের মাঠে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে এক মৌসুম পর শিরোপা উল্লাস করেছে গ্লি আজ্জুরি। একই ব্যবধানে অপর ম্যাচে কোমোকে হারালেও এক পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স আপেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইন্টার মিলানকে।

ক্যালিয়ারির বিপক্ষে রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতোয়ারা দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম। ততক্ষণে উৎসবের নগরীতে রূপ নিয়েছে গোটা নেপলস।

তৃতীয় লিগ শিরোপার জন্য যে ক্লাবকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৩৩ বছর। তিন মৌসুমের ব্যবধানে তাদের হাতেই উঠলো দ্বিতীয় শিরোপা। সবমিলে চতুর্থবার ইতালি সেরা গ্লি আজ্জুরি।

জিতলেই চ্যাম্পিয়ন। নাপোলির এমন সহজ সমীকরণ কিছুটা কঠিন করে তুলেছিল ক্যালিয়ারি। স্বাগতিকদের আটকে রাখে ৪২ মিনিট পর্যন্ত। দৃষ্টিনন্দন ভলিতে ডেডলক ভাঙেন স্কট ম্যাকটোমিনায়। মাত্তেও পলিতানোর অ্যাসিস্টকে পূর্ণতা দিয়ে জাগিয়ে তোলেন গ্যালারি।

শেষ ম্যাচ ডেতে জয়ের নায়ক হয়ে রইলেন ম্যান ইউ থেকে বিতাড়িত আরেক ফুটবলার রোমেলো লুকাকু। বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান স্ট্রাইকার।

নিষেধাজ্ঞা থাকায় এ ম্যাচে ডাগআউটে ছিলেন না নাপোলি কোচ অ্যান্তোনিও কন্তে। একই রাতে যিনি গড়েছেন ভিন্ন তিন ক্লাবের হয়ে সিরি আ চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তি।

নাপোলি কোচ অ্যান্তোনিও কন্তে বলেন, অনেক ত্যাগের ফল এই শিরোপা। ফুটবলারদের পাশাপাশি কোচিং স্টাফদেরও কৃতিত্ব কম নয়। আর সমর্থকদের ধন্যবাদ। সবসময় তারা আমাদের সাহস ও প্রেরণা যুগিয়ে গেছে।

নাপোলির জয়ে মিলানে নেমেছিল হতাশা। কোমোকে ২-০ গোলে হারিয়েও রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইন্টার মিলানকে। মাত্র ১ পয়েন্টে পিছিয়ে শিরোপা হাতছাড়া করলো নেরাজ্জুরি।

ঘরের মাঠে কোমোকে হারাতে অবশ্য বেগ পেতে হয়নি ইন্টারের। ব্যবধান গড়ে দেন স্তেফান দে ভিরিজ ও জোয়াকিন কোরেয়া। তার আগে বিদায়ী ম্যাচে লাল কার্ড দেখে ক্যারিয়ারের ইতি টানেন কোমোর স্প্যনিশ গোলরক্ষক পেপে রেইনা।