ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামজার কোনো দলই থাকছে না প্রিমিয়ার লিগে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যাচ শেষ হতেই মাটিতে বসে পড়েন হামজা চোধুরী। স্বপ্নভঙ্গের হতাশা প্রতিফলিত হচ্ছিল বাংলাদেশি তারকার চোখে-মুখে। একদম শেষ মুহূর্তে গিয়ে প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন ভেঙে গেছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের।

গতকাল শনিবার চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছিল শেফিল্ড। ওয়েম্বলিতে টাইরেস ক্যাম্পবেলের গোলে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল হামজার দল।

কিন্তু ৭৬ মিনিটে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান এলিসার মায়েনদা। আর যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে সান্ডারল্যান্ডকে ২-১ ব্যবধানের জয় এনে দেন টম ওয়ানটসন। এতে নিশ্চিত হয়ে যায়, হামজার শেফিল্ড নয়, পরের মৌসুমে প্রিমিয়ার লিগ খেলবে সান্ডারল্যান্ড।

হামজা অবশ্য ধারে খেলছিলেন শেফিল্ডের হয়ে। মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধারের চুক্তির মেয়াদও শেষ। হামজার মূল দল লেস্টার সিটিও এবার প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে। হামজাকে প্রিমিয়ার লিগের কোনো দল না কিনলে আগামী মৌসুমে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগেই খেলতে হবে বাংলাদেশি মিডফিল্ডারকে।

অথচ গতকাল ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল শেফিল্ডের হাতেই। ম্যাচের মাত্র দ্বিতীয় মিটিতে গুস্তাভো হ্যামারের ক্রসে কেফার মুরের হেড কোনোমতে ঠেকিয়ে দেন সান্ডারল্যানড্ গোলকিপার। ৮ম মিনিটে শেফিল্ডের আরেকটা প্রচেষ্টা ব্যর্থ হয়ে সান্ডারল্যান্ডের জমাট রক্ষণে।

তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২৫তম মিনিটে দারুণ এক প্রতিআক্রমণে এগিয়ে যায় শেফিল্ড। মধ্যমাঠের কিছুটা সামনে বল পেয়ে এগিয়ে গিয়ে ডান প্রান্ত থেকে পাস দেন হ্যামার। সেটা নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষ গোলকিপার অ্যান্থনি পিটারসনকে পরাস্ত করেন ক্যাম্পবেল।

৯ মিনিট পর আবারও গোলের দেখা পেয়েছিল শেফিল্ড। বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে স্কোরলাইন ২-০ করেন হ্যারিসন ব্যারোস। কিন্তু ভিএআর যাচাইয়ে গোলটা বাতিল হয় অফসাইডে।

দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলা চালিয়ে যায় শেফিল্ড। তবে ৭৬ মিনিটে দারুণ এক দলীয় আক্রমণে সমতায় ফেরে সান্ডারল্যান্ড।

মধ্যমাঠ থেকে বল পেয়ে এনসো লে ফিকে পাস দেন ওয়াটসন। ফরাসি স্ট্রাইকার প্রথম স্পর্শেই দেন প্যাট্রিক বরার্টসকে। ইংলিশ রাইট উইঙ্গার ২ ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল দেন বক্সের বাইরে থাকা মায়েনদাকে। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে জোরাল শটে স্কোরলাইন ১-১ করেন স্প্যানিশ স্ট্রাইকার।

আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বক্সের বাইরে থেকে আচমকা মাটি কামড়ানো শটে হামজাদের হৃদয় ভেঙ্গে দেন ওয়াটসন।

এ মৌসুমে যেমনটা দেখা যাচ্ছিল, গতকালও রাইটব্যাক পজিশনে খেলেছেন হামজা। ম্যাচে ৩৩টি পাস দিয়েছিলেন, এর মধ্যে ২৯টি ছিল নিখুঁত। ৬ বার বল ক্লিয়ার ক্লিয়ার করেছেন। দুইবার ডুয়েলস জিতেছেন। ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৩ বার। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ফুটমবে হামজার রেটিং ৬.১!

নিউজটি শেয়ার করুন

হামজার কোনো দলই থাকছে না প্রিমিয়ার লিগে

আপডেট সময় : ১২:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

ম্যাচ শেষ হতেই মাটিতে বসে পড়েন হামজা চোধুরী। স্বপ্নভঙ্গের হতাশা প্রতিফলিত হচ্ছিল বাংলাদেশি তারকার চোখে-মুখে। একদম শেষ মুহূর্তে গিয়ে প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন ভেঙে গেছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের।

গতকাল শনিবার চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছিল শেফিল্ড। ওয়েম্বলিতে টাইরেস ক্যাম্পবেলের গোলে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল হামজার দল।

কিন্তু ৭৬ মিনিটে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান এলিসার মায়েনদা। আর যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে সান্ডারল্যান্ডকে ২-১ ব্যবধানের জয় এনে দেন টম ওয়ানটসন। এতে নিশ্চিত হয়ে যায়, হামজার শেফিল্ড নয়, পরের মৌসুমে প্রিমিয়ার লিগ খেলবে সান্ডারল্যান্ড।

হামজা অবশ্য ধারে খেলছিলেন শেফিল্ডের হয়ে। মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধারের চুক্তির মেয়াদও শেষ। হামজার মূল দল লেস্টার সিটিও এবার প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে। হামজাকে প্রিমিয়ার লিগের কোনো দল না কিনলে আগামী মৌসুমে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগেই খেলতে হবে বাংলাদেশি মিডফিল্ডারকে।

অথচ গতকাল ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল শেফিল্ডের হাতেই। ম্যাচের মাত্র দ্বিতীয় মিটিতে গুস্তাভো হ্যামারের ক্রসে কেফার মুরের হেড কোনোমতে ঠেকিয়ে দেন সান্ডারল্যানড্ গোলকিপার। ৮ম মিনিটে শেফিল্ডের আরেকটা প্রচেষ্টা ব্যর্থ হয়ে সান্ডারল্যান্ডের জমাট রক্ষণে।

তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২৫তম মিনিটে দারুণ এক প্রতিআক্রমণে এগিয়ে যায় শেফিল্ড। মধ্যমাঠের কিছুটা সামনে বল পেয়ে এগিয়ে গিয়ে ডান প্রান্ত থেকে পাস দেন হ্যামার। সেটা নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষ গোলকিপার অ্যান্থনি পিটারসনকে পরাস্ত করেন ক্যাম্পবেল।

৯ মিনিট পর আবারও গোলের দেখা পেয়েছিল শেফিল্ড। বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে স্কোরলাইন ২-০ করেন হ্যারিসন ব্যারোস। কিন্তু ভিএআর যাচাইয়ে গোলটা বাতিল হয় অফসাইডে।

দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলা চালিয়ে যায় শেফিল্ড। তবে ৭৬ মিনিটে দারুণ এক দলীয় আক্রমণে সমতায় ফেরে সান্ডারল্যান্ড।

মধ্যমাঠ থেকে বল পেয়ে এনসো লে ফিকে পাস দেন ওয়াটসন। ফরাসি স্ট্রাইকার প্রথম স্পর্শেই দেন প্যাট্রিক বরার্টসকে। ইংলিশ রাইট উইঙ্গার ২ ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল দেন বক্সের বাইরে থাকা মায়েনদাকে। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে জোরাল শটে স্কোরলাইন ১-১ করেন স্প্যানিশ স্ট্রাইকার।

আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বক্সের বাইরে থেকে আচমকা মাটি কামড়ানো শটে হামজাদের হৃদয় ভেঙ্গে দেন ওয়াটসন।

এ মৌসুমে যেমনটা দেখা যাচ্ছিল, গতকালও রাইটব্যাক পজিশনে খেলেছেন হামজা। ম্যাচে ৩৩টি পাস দিয়েছিলেন, এর মধ্যে ২৯টি ছিল নিখুঁত। ৬ বার বল ক্লিয়ার ক্লিয়ার করেছেন। দুইবার ডুয়েলস জিতেছেন। ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৩ বার। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ফুটমবে হামজার রেটিং ৬.১!