দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য সরকারকে বলেছি : নুর

- আপডেট সময় : ১১:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টাকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে যাওয়া জন্য সরকারকে বলেছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (২৫ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেসব উপদেষ্টার নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষ করে ছাত্র আন্দোলনের পটভূমি থেকে আসা যেসব উপদেষ্টার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে, তাদের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিলে সরকারের ভাবমূর্তি রক্ষা পাবে।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, একটি মহল সামরিক বাহিনীসহ প্রশাসনকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা উপদেষ্টাকে বলেছি আপনি সামরিক বাহিনীসহ প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করবেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন এবং আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন বৈঠকের আশ্বাস দিয়েছেন।
করিডর ইস্যু নিয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে বর্তমানে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান নুর।
এছাড়াও নির্বাচনের রোডম্যাপের বিষয়ে সরকারের ডিসেম্বর থেকে জুনের অস্পষ্ট সময়সীমার সমালোচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, সময়ের মধ্যে রোজা আসবে, ঈদ আসবে, ইজতেমা আসবে। তাই আমরা বলেছি আপনি একটি সুনির্দিষ্ট মাসের কথা বলেন যেই মাসে নির্বাচন হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনসহ সব বিষয়ে সরকারকে সহযোগিতা করবে।
সরকারের প্রতি নিজেদের অসন্তোষের কথা জানিয়ে নুর বলেন, নয় মাস আগে যখন এই সরকার গঠিত হয়েছিল, তখন সবাই মিলে আমরা যেভাবে সমর্থন দিয়েছিলাম, সেই সমর্থন এখন আর নেই।