ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘বিএনপির দাবি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপিসহ আমরা, যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি- আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও একটি নির্বাচন দেখতে পাবে।’

আজ (রোববার, ২৫ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের পরিকল্পনা সুস্পষ্ট করার দাবি তিনি বলেন, ‘জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।’

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অল্প কিংবা বেশি সংস্কার বলে কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি।’

রাজনৈতিক সংকট কাটাতে শনিবার (২৪ মে) প্রধান দলগুলোর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এদিনও সে অর্থে সংকট কেটেছে বলে মনে করছেন না রাজনীতিবিদরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, মানুষের মধ্যে এখন অস্থিরতা তৈরি হয়েছে। জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন এখন সবচেয়ে জরুরি উল্লেখ করে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সব থেকে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারকে তাদের পরিকল্পনা স্পষ্ট করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সব থেকে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে ও ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কোনো সুযোগ নেই।

আগামী অর্থবছরের বাজেট ঘোষণার মাত্র কয়েকদিন আগে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের উদ্যোগ সংকট তৈরি করবে বলেও মন্তব্য করেন তারেক রহমান।

এদিকে পৃথক আরেক অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন বেশিদিন ক্ষমতায় থাকতে চান অন্তর্বর্তী সরকারপ্রধান। এ অবস্থায় নির্বাচনী রোডম্যাপের দাবিতে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন রুহুল কবির রিজভী।

সেই কথাই আবার তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।’

আজ প্রেসক্লাবে মহিলা দলের এক আলোচনা সভায় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন- গণতন্ত্রের মুক্তির জন্য আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, ‘সেই মাইনাস ২ থিওরির আপনার নতুন কুশীলব কিনা এইটা নিয়ে এখন ভাবার অবকাশ রয়েছে।’

দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের প্রতিবাদ সভায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারপ্রধান দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। তবে পদত্যাগ করতে চান এনসিপির কর্মকাণ্ডে বিরক্ত হয়েই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নাহিদকে ডেকে বা উনি গেছেন আমি শুনেছি নাহিদকে বকাঝকা করে বলেছে তোমরা কী শুরু করেছো? তাতে আমরা থাকা সম্ভব না। যা যা উনার সুবিধা দরকার তা তা তিনি নিচ্ছেন। আরো কিছু সুবিধা তো দিতে হয়। সেই সুবিধা দিয়ে তিনি যা করতে চান সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত ড. ইউনূস দেহত্যাগ করবে, কিন্তু পদত্যাগ করবে না।’

নিউজটি শেয়ার করুন

‘বিএনপির দাবি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে’

আপডেট সময় : ১১:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপিসহ আমরা, যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি- আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও একটি নির্বাচন দেখতে পাবে।’

আজ (রোববার, ২৫ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের পরিকল্পনা সুস্পষ্ট করার দাবি তিনি বলেন, ‘জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।’

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অল্প কিংবা বেশি সংস্কার বলে কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি।’

রাজনৈতিক সংকট কাটাতে শনিবার (২৪ মে) প্রধান দলগুলোর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এদিনও সে অর্থে সংকট কেটেছে বলে মনে করছেন না রাজনীতিবিদরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, মানুষের মধ্যে এখন অস্থিরতা তৈরি হয়েছে। জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন এখন সবচেয়ে জরুরি উল্লেখ করে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সব থেকে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারকে তাদের পরিকল্পনা স্পষ্ট করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সব থেকে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে ও ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কোনো সুযোগ নেই।

আগামী অর্থবছরের বাজেট ঘোষণার মাত্র কয়েকদিন আগে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের উদ্যোগ সংকট তৈরি করবে বলেও মন্তব্য করেন তারেক রহমান।

এদিকে পৃথক আরেক অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন বেশিদিন ক্ষমতায় থাকতে চান অন্তর্বর্তী সরকারপ্রধান। এ অবস্থায় নির্বাচনী রোডম্যাপের দাবিতে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন রুহুল কবির রিজভী।

সেই কথাই আবার তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।’

আজ প্রেসক্লাবে মহিলা দলের এক আলোচনা সভায় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন- গণতন্ত্রের মুক্তির জন্য আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, ‘সেই মাইনাস ২ থিওরির আপনার নতুন কুশীলব কিনা এইটা নিয়ে এখন ভাবার অবকাশ রয়েছে।’

দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের প্রতিবাদ সভায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারপ্রধান দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। তবে পদত্যাগ করতে চান এনসিপির কর্মকাণ্ডে বিরক্ত হয়েই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নাহিদকে ডেকে বা উনি গেছেন আমি শুনেছি নাহিদকে বকাঝকা করে বলেছে তোমরা কী শুরু করেছো? তাতে আমরা থাকা সম্ভব না। যা যা উনার সুবিধা দরকার তা তা তিনি নিচ্ছেন। আরো কিছু সুবিধা তো দিতে হয়। সেই সুবিধা দিয়ে তিনি যা করতে চান সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত ড. ইউনূস দেহত্যাগ করবে, কিন্তু পদত্যাগ করবে না।’