বিষপান করে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আহত চারজনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিএনপি। আজ (রোববার, ২৫ মে) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিষপানে চিকিৎসাধীন জুলাই আহত চারজনকে দেখতে এসে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহত অনেকেই সুচিকিৎসার অভাবে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। তাদের বিষয়ে সরকারকে আরো বেশি ভাবা উচিত।’
এসময় জুলাই আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে রাষ্ট্রের প্রতি আহবান জানান তিনি। এর আগে জুলাই অভ্যুত্থানে চোখ হারানো চারজন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বিষপান করেন।
বিষপানের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।