হজ করতে সৌদি পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি

- আপডেট সময় : ১২:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৩৭৩ বার পড়া হয়েছে

পবিত্র হজব্রত পালন করতে সারা বিশ্ব থেকে এরই মধ্যে ৮ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি সরকার ইতিমধ্যে হজের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন মুসল্লি সৌদি এসে পৌঁছেছেন। এদের মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন ৩৫ হাজার ৪৭৮ জন। আর সাগরপথে এসেছেন দুই হাজার ৮২২ জন।
গত বছর ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছিলেন। এদের মধ্যে বিদেশি ছাড়াও সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা মানুষ ছিলেন। তবে গত বছর অনেকে অনুমতি ছাড়া হজ করতে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়েছিলেন। এতে প্রায় এক হাজার ৩০০ হাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।
সৌদি সরকার জানিয়েছে, হাজীদের যাতাযাত সহজ ও দ্রুততর করার জন্য তারা ২০১৮ সাল থেকে ‘মক্কা রুট’ নামে একটি পোগ্রাম পরিচালনা করছে। এই পোগ্রামের আওতায় রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক এবং আইভরি কোস্ট।
এই প্রোগ্রামের অধীনে এসব দেশের মানুষ তাদের নিজ দেশে থাকা অবস্থায় হজের যাওয়ার যাবতীয় কার্যক্রম সেরে নিতে পারছেন, যার মধ্যে রয়েছে—বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা, পাসপোর্ট প্রসেসিং, লাগেজ ট্যাগিংসহ আরও অন্যান্য সেবা দেওয়া হয়।
সৌদিতে যাওয়ার পর হজযাত্রীদের সরাসরি বাসে করে মক্কা ও মদিনায় তাদের নির্দিষ্ট থাকার স্থানে নিয়ে যাওয়া হয়। অপরদিকে তাদের লাগেজ সেখানে পাঠিয়ে দেয়া হয়। এতে করে লাগেজ টানার জন্য আলাদা ভোগান্তি পোহাতে হয় না।