গত দুই মাস ধরে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। তবে দলগুলোর সঙ্গে নানা বিষয়ে ঐকমত্যে আসা যায়নি বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
আজ (রোববার, ২৫ মে) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, যেসব বিষয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছানো যায়নি, কমিশন তা জানাবে।
এ ছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কিছুক্ষেত্রে ঐকমত্য বিদ্যমান থাকার কথাও জানান।
আলী রীয়াজ বলেন, ‘নীতিগত দিক থেকে অনেক ক্ষেত্রেই সমঝোতা রয়েছে, এমনকি কোথাও কোথাও পদ্ধতিগত দিকেও মিল লক্ষ্য করা যায়। তবে কিছু বিষয়ে ভিন্নমত থাকাটা স্বাভাবিক।’
আলোচনা সমালোচনার মধ্য দিয়ে ঐক্যে পৌঁছানো যাবে বলে আশা করেন তিনি। এসময় দ্বিতীয় পর্যায়ের এমন আলোচনা আরো চালিয়ে যাওয়ার কথাও জানান।