পাকিস্তানে তীব্র ঝড়–বৃষ্টিতে ১৯ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৩৭৩ বার পড়া হয়েছে

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ১০০ জন। দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব প্রদেশের বহু ঘরবাড়ি এবং পুরোনো দালান ঝড়–বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ মৃত্যু ঘটেছে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে পড়ার কারণে।
এর আগে গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, ধুলিঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল। পিডিএমএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বজ্রপাত থেকে বাঁচতে নিরাপদ স্থানে থাকুন। খোলা জায়গায় থাকবেন না। অপ্রয়োজনে বাইরে বের হবেন না এবং ধীরে গাড়ি চালান।’
এ দিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল বাতাস এবং শিলাবৃষ্টির কারণে ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সারা প্রদেশে ১১৩টিরও বেশি বিদ্যুৎ ফিডার ছিঁড়ে গেছে, যার মধ্যে পেশোয়ার, মারদান, খাইবার, সোয়াবি, সোয়াত এবং অ্যাবোটাবাদের মতো এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে করাচি থেকে লাহোরগামী একটি উড়োজাহাজ আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তীব্র ঝড়ের কবলে পড়েছিল এবং অল্পের জন্য দুর্ঘটনা এড়াতে পেরেছে।
পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া বলেন, ঝড়–বৃষ্টি আরও বাড়তে পারে। ডেপুটি কমিশনার এবং উদ্ধারকারী সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।