প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি সোমবার থেকে

- আপডেট সময় : ০২:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৩৫৮ বার পড়া হয়েছে

তিন দফা দাবি আদায় না হওয়ায় আগামীকাল সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (২৫ মে) সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকা তিন দফা দাবি আদায়ের কর্মবিরতি কর্মসূচি শেষ হচ্ছে। দাবি পূরণ না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার থেকে তারা পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করবেন।
সংগঠনটির আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, আমাদের দাবি পূরণ হয়নি। ফলে আগামীকাল সোমবার থেকে আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করব।
তাদের দাবিগুলো হলো—কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।
এ ছাড়া বর্তমান নিয়ম অনুযায়ী শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে যেন অনুষ্ঠিত হয়, সেই দাবিও জানিয়েছেন শিক্ষকরা।
গত ৫ মে থেকে ১৫ মে পর্যণ্ট ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা ও ২১ মে থেকে আজ ২৫ মে পর্যন্ত দাবি আদায়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।