ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সমুদ্রসীমা রক্ষায় নবীন নাবিকদের দৃঢ় সংকল্পের আহ্বান নৌ উপদেষ্টার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় নবীন নাবিকসহ সব নৌ-সদস্যকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

আজ (রোববার, ২৫ মে) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর ‘এ-২০২৫ ব্যাচের’ ৪৬৩ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষায় নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবে।’ পাশাপাশি নারীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে নৌ উপদেষ্টা বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নাবিকদের সর্বোচ্চ দায়িত্বশীলতা ও আনুগত্য প্রদর্শন করতে হবে।’

এর আগে, উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সমুদ্রসীমা রক্ষায় নবীন নাবিকদের দৃঢ় সংকল্পের আহ্বান নৌ উপদেষ্টার

আপডেট সময় : ০১:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় নবীন নাবিকসহ সব নৌ-সদস্যকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

আজ (রোববার, ২৫ মে) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর ‘এ-২০২৫ ব্যাচের’ ৪৬৩ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষায় নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবে।’ পাশাপাশি নারীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে নৌ উপদেষ্টা বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নাবিকদের সর্বোচ্চ দায়িত্বশীলতা ও আনুগত্য প্রদর্শন করতে হবে।’

এর আগে, উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।