‘জাতির নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সেনাবাহিনী সমর্থন করবে না’

- আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৩৬৬ বার পড়া হয়েছে

জাতির নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সেনাবাহিনী সমর্থন করবে না বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। আজ (সোমবার, ২৬ মে) বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত আগস্ট থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৬১১টি অস্ত্র ও ২ লাখ ৮৫ হাজার ৭৬১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৯৬৯ জনসহ মোট ১৪ হাজার ২৬৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন সেনাবাহিনী।
পরে কেএনএফ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সেনাবাহিনীর ডিরেক্টর অপারেশন। তিনি বলেন, ‘কেএনএফের চট্টগ্রাম থেকে ৩০ হাজার পোশাক পাওয়ার বিষয়টি তদন্ত করছে সেনাবাহিনী। পুশইন কোনোভাবে কাম্য নয় বলেও এসময় মন্তব্য করেন এই সেনা কর্মকর্তা।
দেশের নানা ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, ‘সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য নেই। সরকার সেনাবাহিনী, একে-অপরের পাশে আছে।’