প্রিমিয়ার লিগের কারা চ্যাম্পিয়নস লিগে জায়গা পেল?

- আপডেট সময় : ০২:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছিল লিভারপুল। দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে আর্সেনাল। তবে পয়েন্টের হিসাব-নিকাশ, ভাগ্যের মারপ্যাঁচ আর শেষ মুহূর্তের নাটক—সব মিলিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে চ্যাম্পিয়নস লিগের টিকিট কারা নিশ্চিত করে, সেটাই ছিল দেখার।
মৌসুমের শেষদিন যেন ছিল রীতিমতো এক রোমাঞ্চকর থ্রিলার! যেখানে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। অন্যদিকে অ্যাস্টন ভিলা ও নটিংহ্যাম ফরেস্ট মৌসুমের শেষে এসে হোঁচট খেয়ে নেমে গেছে ইউরোপা ও কনফারেন্স লিগে।
ম্যানচেস্টার সিটি ২ : ফুলহাম ০
চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে ফুলহামের বিপক্ষে এক পয়েন্টই যথেষ্ট ছিল ম্যানচেস্টার সিটির জন্য। তবে ইলকাই গুনদোগান ও আর্লিং হাল্যান্ডের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সিটিজেনরা। এই জয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে পেপ গার্দিওলার দল।
চেলসি ১ : নটিংহ্যাম ফরেস্ট ০
নতুন কোচ এনজো মারেস্কার অধীনে প্রথম মৌসুমেই চেলসি জায়গা করে নিয়েছে সেরা চারে। ভাগ্য গড়া ম্যাচে তারা ১-০ গোলে হারায় প্রতিদ্বন্দ্বী নটিংহ্যাম ফরেস্টকে। পুরো মৌসুমজুড়ে চ্যাম্পিয়নস লিগ স্থানে থাকার পর শেষদিনে সপ্তম হয়ে থেমেছে ফরেস্টের স্বপ্ন।
নিউক্যাসল ইউনাইটেড ০ : এভারটন ১
নিজেদের মাঠে এভারটনের কাছে ১-০ গোলে হেরে গেলেও শেষ চ্যাম্পিয়ন্স লিগ স্পটটি দখলে নেয় নিউক্যাসল ইউনাইটেড। কারণ প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা ২-০ গোলে হেরে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।
ভিলার কপালে বিপদ লেখেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, যিনি প্রথমার্ধের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর বিতর্কিতভাবে বাতিল হয় মরগান রজার্সের একটি গোল, আর পাল্টা আঘাতে আমাদ দিয়ালোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাচের শেষদিকে ক্রিশ্চিয়ান এরিকসেনের পেনাল্টি ভিলার ইউসিএল স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়।
প্রিমিয়ার লিগের শেষদিন আবারও প্রমাণ করল, নাটক, বিস্ময় আর রোমাঞ্চের দিক দিয়ে এই লিগের কোনো তুলনা নেই। শিরোপা জয়ের আনন্দ যেমন ছিল, তেমনি ছিল চোখের জলে ভেজা স্বপ্নভঙ্গও। ইউরোপের টিকিট নিশ্চিত করে নতুন আশা নিয়ে এগিয়ে যাচ্ছে সিটি, চেলসি ও নিউক্যাসল—এবার অপেক্ষা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নিজেদের প্রমাণ করার।