যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যুদ্ধবিরতিতে সম্মত হামাস

- আপডেট সময় : ১১:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৩৬৪ বার পড়া হয়েছে

গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ (সোমবার, ২৬ মে) এটি প্রকাশ করেছে রয়টার্স। ফিলিস্তিনের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে ইসরাইলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ‘সিগন্যাল’ দেয়া হয়নি।
প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে রাজি হয়েছে হামাস। হামাসের ঘনিষ্ঠ একজন ফিলিস্তিনি কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এতে যুদ্ধের সম্ভাব্য অবসানের একটি পথ তৈরি হলো।
নতুন চুক্তির অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দশজন জিম্মিকে মুক্তি দেয়া এবং ৭০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে হামাস। প্রস্তাবে ইসরাইল কর্তৃক বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীর মুক্তির কথাও বলা হয়েছে।
বন্দিদের মধ্যে দীর্ঘমেয়াদে কারাদণ্ড পাওয়া কয়েকশ’ বন্দিও রয়েছে। তবে হামাসের সম্মতি বা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে ইসরাইলের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।