গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইসলামিক ঐক্য গড়ার লক্ষ্যে একজোট হচ্ছে ইরান ও পাকিস্তান। সম্প্রতি ইরান সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তেহরানে দেশটির প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রী শাহবাজ জানান, ইসলামাবাদ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানায় এবং দুই দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। তিনি বলেন, “পাকিস্তান কখনোই তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।”
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ। পশ্চিমা বিশ্বের নির্লজ্জ নীরবতা মানবতার বিরুদ্ধে অপরাধ।”
এরপর আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠকে শেহবাজ বলেন, “গাজায় ৫৪ হাজার মানুষের প্রাণহানি আন্তর্জাতিক মানবতার ওপর এক গভীর কলঙ্ক।” খামেনি জবাবে বলেন, “ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করলে ইসরাইলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।”
উল্লেখ্য, বছর শুরুর দিকে পাকিস্তানের বেলুচিস্তানে ইরানের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও, সম্প্রতি উভয় দেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে এগিয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য তিন বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। এছাড়া সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী উদ্যোগ এবং ইকো সংস্থার কার্যক্রম জোরদারের বিষয়ে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।