ভারতীয়দের সঙ্গে টেক্কা দিয়ে কাতারের ব্যবসা-বাণিজ্যে আধিপত্য বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। রেস্টুরেন্ট ও শপিং মল ছাড়াও উপসাগরীয় দেশটিতে প্রবাসী মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার। ব্যবসা বাড়ায় বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্য অব্যাহত রয়েছে কাতারে। একসময় কাজের সন্ধানে আসা প্রবাসীরা এখন নিজেরাই তৈরি করছেন কর্মসংস্থান। দেশটির আল খোর সিটির সিমাইস্মা এলাকায় গড়ে উঠেছে দেশিয় রেস্টুরেন্ট ও শপিংমলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
কয়েকবছর আগেও কাতারের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ভিনদেশিদের দখলে ছিল। ধীরে ধীরে ভারতীয় ও পাকিস্তানিদের সঙ্গে পাল্লা দিয়ে এ খাতে শক্ত ভিত গড়েছেন প্রবাসীরা। ফলে নতুন করে আরব উপসাগরে পাড়ি দেয়া বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ।
উপসাগরীয় দেশটির জনগণ বাংলাদেশিদের পরিশ্রমী, কর্মদক্ষ ও নিষ্ঠাবান মনে করেন। তাদের দাবি, আধুনিক কাতার বিনির্মাণে অবদান রেখে চলেছেন বাংলাদেশি শ্রমিকরা।
কাতারে বাংলাদেশি মালিকানাধীন ৩০ হাজারের বেশি ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ধারণা করা হয়, এইসব প্রতিষ্ঠানে কাজ করছেন এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। সব মিলিয়ে বর্তমানে প্রায় চার লাখের মতো প্রবাসী বাংলাদেশি কাতারে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন।