নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসেছে: ড. ফাহমিদা

- আপডেট সময় : ১১:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে, বাজেট বাস্তবায়ন যে সরকারই করুক, প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকলে বাস্তবায়নে সমস্যা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশে নতুন বিনিয়োগ প্রায় স্থবির। চলতি অর্থবছরে সবশেষ ৮ মাসে কমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। কমেছে নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থানও।
এমন বাস্তবতায় সিপিডির সংবাদ সম্মেলনে সবশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার বর্তমান প্রতিবেদন তুলে ধরা হয়। এতে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিপিডি জানায়, বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমেছে। যা আগামীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দেশের অর্থনীতিতে।
চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নেই বলছে সংগঠনটির নির্বাহী পরিচালক। তাই আর্থিক চাঞ্চল্য ফেরাতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসেছে বলে জানান তিনি।
বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামগ্রিক সংস্কার দরকার এই খাতে।
এদিকে, সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, বিনিয়োগের চাঞ্চল্য এনে জীবনমান উন্নয়ন করার বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি।এছাড়াও অর্থনীতির প্রতিটি খাত সংস্কার ও দ্রুত বাস্তবায়নে আলাদা করে টাস্কফোর্স গঠনের সুপারিশ করে সিপিডি।