কলম্বিয়ান পপস্টার শাকিরার সুমধুর কণ্ঠের জাদু আর অসামান্য শরীরী হিল্লোলে বুঁদ হয়ে যায় দর্শক। গানের সুর আর আর নাচের তাল মুন্সিয়ানাকে হাজার হাজার দর্শকের সামনে মঞ্চস্থ করা কতটা কঠিন সেটা বোধহয় শাকিরার মতো সুপারস্টারাই উপলব্ধি করতে পারেন। একজন শিল্পীর চেয়ে ভাল এই বিষয়টা সত্যিই উপলব্ধি করা বড্ড কঠিন। তবে শাকিরার ডিকশনারিতে কিন্তু, কঠিন শব্দটার কোনও অস্তিত্ব নেই। যাঁরা শাকিরার পারফরম্যান্স দেখে তাঁরা নিশ্চই এই কথাটার সঙ্গে সহমত হবেন। নাচে-গানে যেভাবে পারফর্ম করেন তা সত্যিই অনবদ্য। পারফরম্যান্সের সময় কোনও সমস্যা হলেও নিজস্ব কায়দায় তা ঠিক সামলে নিয়ে দর্শককে তাক লাগিয়ে দেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এইরকমই এক ঘটনার সাক্ষী থেকেছে দর্শক।
মঞ্চে যখন শাকিরা তখন সামনে থাকে জনস্রোত! অসামান্য পারফরম্যান্সের বিমোহিত হয়ে যায় প্রতিটি দর্শক। সেইরকমই একটি অনুষ্ঠানে মঞ্চ মাতাচ্ছিলেন শাকিরা। পারফরম্যান্সের মাঝেই ঘটল বিপত্তি! কানাডার মন্ট্রিলে গানের সঙ্গে নাচতে গিয়ে হঠাৎ মঞ্চে পড়ে যান শাকিরা। সেই মুহূর্তে শাকিরাকে দেখে সকলে চমকে গেলেও তিনি কিন্তু, 'জাস্ট কুল'। পেশাদার শিল্পীর মতো পরিস্থিতি সামলে নিলেন। নাচের ভঙ্গিমায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ফের স্টেজ কাঁপালেন শাকিরা। নৃত্যজাদুতে মাতিয়ে দিলেন মঞ্চ।
https://twitter.com/i/status/1925287984867549249
এই মুহূর্তে ওয়ার্ল্ড ট্যুরে ব্যস্ত শাকিরা। যার নাম 'লাস মুহেরেস ইয়া নো লোরান'। বাংলা তর্জমা করলে হয়, 'মেয়েরা আর কাঁদবে না।' এই অনুষ্ঠানে শাকিরার পারফরম্যান্স দেখতে ভিড় জমিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। সেখানে শাকিরা গেয়েছেন নিজের সুপারহিট গান হোয়েনএভার, হোয়ারএভার। গানের সঙ্গে শাকিরার নৃত্যভঙ্গিমায় মাতোয়ারা দর্শক। আর ঠিক তখনই ঘটেছে বিপদ! নাচে-গানে দুহাত তুলে তাল মেলাতে গিয়ে একেবারে মঞ্চের মধ্যেই ধপাস! তবে সঙ্গে সঙ্গে উঠে দাড়িয়ে ফের নিজস্ব স্টাইলে পারফর্ম করার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রশংসায় ভাসছেন পপ স্টার শাকিরা।