ফ্যাসিবাদের ৪৪ জন আমলার তালিকা তৈরি করা হয়েছে। তারা আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছে। এদের বিরুদ্ধে ৩ কর্ম দিবসের মধ্যে ব্যবস্থা নিতে হবে। না হয় সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা করা হবে বলে জানিয়েছে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন।
গত রাত থেকেই সচিবালয়ের সামনে অবস্থান নেয় জুলাই মঞ্চ নামের এই সংগঠনটি। পরে মঙ্গলবার (২৭ মে) দুপুরে তাদের সঙ্গে যুক্ত হয় জুলাই বিপ্লবী ছাত্র জনতা নামে আরও একটি সংগঠন।
সচিবালয় ও এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে স্লোগান দেন তারা। সচিবালয় ও আশপাশের এলাকায় সকল সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মত আজও বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ চলছে। তবে, আজকে সচিবালয়ে কোনো দর্শনার্থী ঢুকতে পারবে না বলে গতরাতে জানানো হয়। কিন্তু দুপুর ১টার পর থেকে সাংবাদিক প্রবেশ করছে বলে জানা গেছে।