ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লিভারপুলের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি, আহত ২৭

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আনন্দঘন র‍্যালিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গতকাল সোমবার যুক্তরাজ্যের শহরটির কেন্দ্রস্থলে আয়োজিত বিজয় মিছিলে এক গাড়ি হঠাৎ ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, এতে অন্তত ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসবাদের ঘটনা নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘটনার পর ৫৩ বছর বয়সী এক স্থানীয় শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, এটি বিচ্ছিন্ন একটি ঘটনা এবং সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট নয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িটি দর্শকদের ওপর উঠে গেলে কয়েকজন ছিটকে পড়ে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গাড়িটি ঘিরে ফেললে পুলিশ হস্তক্ষেপ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী চেলসি বিবিসি রেডিওকে জানান, হঠাৎ জনতার চিৎকারে তারা বিপদের বিষয়টি বুঝতে পারেন এবং কোনোমতে সরে গিয়ে রক্ষা পান।

লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন এক টুইটে বলেন, ‘এই আনন্দঘন দিনের ওপর এই ঘটনা একটি গভীর ছায়া ফেলেছে।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং লিভারপুল ফুটবল ক্লাব আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

লিভারপুলের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি, আহত ২৭

আপডেট সময় : ১০:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আনন্দঘন র‍্যালিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গতকাল সোমবার যুক্তরাজ্যের শহরটির কেন্দ্রস্থলে আয়োজিত বিজয় মিছিলে এক গাড়ি হঠাৎ ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, এতে অন্তত ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসবাদের ঘটনা নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘটনার পর ৫৩ বছর বয়সী এক স্থানীয় শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, এটি বিচ্ছিন্ন একটি ঘটনা এবং সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট নয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িটি দর্শকদের ওপর উঠে গেলে কয়েকজন ছিটকে পড়ে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গাড়িটি ঘিরে ফেললে পুলিশ হস্তক্ষেপ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী চেলসি বিবিসি রেডিওকে জানান, হঠাৎ জনতার চিৎকারে তারা বিপদের বিষয়টি বুঝতে পারেন এবং কোনোমতে সরে গিয়ে রক্ষা পান।

লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন এক টুইটে বলেন, ‘এই আনন্দঘন দিনের ওপর এই ঘটনা একটি গভীর ছায়া ফেলেছে।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং লিভারপুল ফুটবল ক্লাব আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।