সন্দেহজনক লেনদেন বেড়েছে ২৩ শতাংশ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে

২০২৩-২৪ অর্থবছরে সন্দেহজনক লেনদেন সনাক্ত ১৭,৩৪৫টি। সেটা বছর ব্যবধানে ২২.৯৬ ভাগ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা-বিএফআইইউ।
বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পাচারকৃত অর্থ দেশে আনতে সময় লাগছে জানিয়ে গভর্নর আহসান এইচ মনসুর জানান, আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে পাচারের অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।
মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকে বিএফআইইউ বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এসময় গভর্নর আরও জানান, প্রথমে ইসলামিক ব্যাংকগুলোকে একীভূত করা হবে। এরপর সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে। তবে এতে ডিপোজিটরদের চিন্তিত হওয়ার কারণ নেই বলে জানান গভর্নর।