ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৫৪ হাজার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসরাইলি হামলায় সোমবার (২৬ মে) নিহত হয়েছে ৮১ ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৫৪ হাজার। বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ৮১ জন নিহত হওয়ার পর গাজা যুদ্ধে এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ জনে।

এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, গাজার সবাই কষ্টে আছে। হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে আসছে। ইসরায়েল সেখানে কোনো সাহায্য প্রবেশ করতে দিচ্ছে না। উপরন্তু হামলা অব্যাহত রেখেছে।

আল জাজিরা জানিয়েছে, গাজার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ সকালে ইসরায়েলি হামলায় পশ্চিম তীরের জেরিকো শহরের আল-আরব পাড়ায় আহমেদ জালাইতা নামে ২০ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন।

ফিলিস্তিনের দুই প্রান্তেই অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে ফিলিস্তিনীদের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে মৃত্যুকে বরণ করার আতঙ্ক নিয়ে দিনযাপন করছে তারা। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়গুলো। তবে ইসরায়েল এসব আহ্বানে কর্ষপাত করছে না।

এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস সম্মত হয়েছে বলে জানায় প্যালেস্টেনিয়ান গ্রুপ।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া নতুন ঐ প্রস্তাবটিতে উপত্যকায় ৭০ দিন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল। এ সময় ১০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।

বিপরীতে কয়েকশ’ ফিলিস্তিনি কারাবন্দিকে ফেরত পাঠাবে তেল আবিব। তবে এই যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের রাজির বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে ‘জেরুজালেম ডে’ উৎসব পালন করেছে ইসরাইলিরা। সে সময় তাদের মার্চকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে ডানপন্থি ইহুদীদের হট্টগোল হয়।

ইসরায়েলি প্রদানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় একতরফা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েরি বাহিনী। গত দেড় বছরে উপত্যকায় প্রায় ৫৪ হাজার নিহতের পাশাপাশি আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন ফিলিস্তিনি। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৫৪ হাজার

আপডেট সময় : ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

গাজায় ইসরাইলি হামলায় সোমবার (২৬ মে) নিহত হয়েছে ৮১ ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৫৪ হাজার। বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ৮১ জন নিহত হওয়ার পর গাজা যুদ্ধে এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ জনে।

এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, গাজার সবাই কষ্টে আছে। হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে আসছে। ইসরায়েল সেখানে কোনো সাহায্য প্রবেশ করতে দিচ্ছে না। উপরন্তু হামলা অব্যাহত রেখেছে।

আল জাজিরা জানিয়েছে, গাজার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ সকালে ইসরায়েলি হামলায় পশ্চিম তীরের জেরিকো শহরের আল-আরব পাড়ায় আহমেদ জালাইতা নামে ২০ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন।

ফিলিস্তিনের দুই প্রান্তেই অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে ফিলিস্তিনীদের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে মৃত্যুকে বরণ করার আতঙ্ক নিয়ে দিনযাপন করছে তারা। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়গুলো। তবে ইসরায়েল এসব আহ্বানে কর্ষপাত করছে না।

এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস সম্মত হয়েছে বলে জানায় প্যালেস্টেনিয়ান গ্রুপ।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া নতুন ঐ প্রস্তাবটিতে উপত্যকায় ৭০ দিন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল। এ সময় ১০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।

বিপরীতে কয়েকশ’ ফিলিস্তিনি কারাবন্দিকে ফেরত পাঠাবে তেল আবিব। তবে এই যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের রাজির বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে ‘জেরুজালেম ডে’ উৎসব পালন করেছে ইসরাইলিরা। সে সময় তাদের মার্চকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে ডানপন্থি ইহুদীদের হট্টগোল হয়।

ইসরায়েলি প্রদানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় একতরফা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েরি বাহিনী। গত দেড় বছরে উপত্যকায় প্রায় ৫৪ হাজার নিহতের পাশাপাশি আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন ফিলিস্তিনি। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।