ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীর ভিসা সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ৩৫৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। নিবন্ধিতদের মধ্যেও হজে যেতে পারবে সর্বোচ্চ সংখ্যক যাত্রী। আজ (মঙ্গলবার, ২৭ মে) হজক্যাম্পে ২০২৫ সালের হজের কার্যক্রম নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানায়, বেসরকারি হজ এজেন্সিদের সংগঠন হাব।

সৌদি সরকারের নতুন নিয়মের সঙ্গে সংগতি রেখে হজ ও ওমরাহ আইন সংশোধন চায় সংগঠনটি। এসময় হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান হাব সভাপতি।

অন্তর্বর্তী সরকারের প্রথম হজ। এ বছর হজযাত্রীদের সেবায় নেয়া হয়েছিল মোবাইল অ্যাপ, সিম রোমিং ও বিশেষ ক্রেডিট কার্ডের মতো উদ্যোগ। এজেন্সিগুলোকে রাখা হয়েছিলো কঠোর নজরদারিতে, যার ফল মিললো হাতেনাতেই।

২০২৫ সালের হজ কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে বেসরকারি হজ এজেন্সিদের সংগঠন হাব জানায়, নতুন সরকারের অধীনে নানা চ্যালেঞ্জ থাকলেও হজ কার্যক্রম হয়েছে সুষ্ঠু। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা।

চলতি বছর হজের জন্য নিবন্ধন করেছে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী। তাদের মধ্যে শেষ পর্যন্ত ভিসা হয়নি ১৩৬ জনের। হাব বলছে, ভিসা না হওয়ার বেশিরভাগই সৌদি সরকারের বয়সের বয়সসীমার বাধ্যবাধকতায় আটকে গেছে। তাদের দাবি, ইতিহাসে প্রথমবারের মতো এতো বেশি ভিসা হয়েছে। নিবন্ধিতদের মধ্যেও যেতে পারছে সর্বোচ্চ সংখ্যক।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত দুটি ফ্লাইট রাখা হয়েছে হজযাত্রীদের জন্য। আগামী বছর বিমান ভাড়া আরও কমানের আছে। পাশাপাশি সৌদি সরকারের নতুন নিয়মের সঙ্গে সংগতি রেখে হজ ও ওমরাহ আইন সংশোধন চায় সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীর ভিসা সম্পন্ন

আপডেট সময় : ১০:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। নিবন্ধিতদের মধ্যেও হজে যেতে পারবে সর্বোচ্চ সংখ্যক যাত্রী। আজ (মঙ্গলবার, ২৭ মে) হজক্যাম্পে ২০২৫ সালের হজের কার্যক্রম নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানায়, বেসরকারি হজ এজেন্সিদের সংগঠন হাব।

সৌদি সরকারের নতুন নিয়মের সঙ্গে সংগতি রেখে হজ ও ওমরাহ আইন সংশোধন চায় সংগঠনটি। এসময় হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান হাব সভাপতি।

অন্তর্বর্তী সরকারের প্রথম হজ। এ বছর হজযাত্রীদের সেবায় নেয়া হয়েছিল মোবাইল অ্যাপ, সিম রোমিং ও বিশেষ ক্রেডিট কার্ডের মতো উদ্যোগ। এজেন্সিগুলোকে রাখা হয়েছিলো কঠোর নজরদারিতে, যার ফল মিললো হাতেনাতেই।

২০২৫ সালের হজ কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে বেসরকারি হজ এজেন্সিদের সংগঠন হাব জানায়, নতুন সরকারের অধীনে নানা চ্যালেঞ্জ থাকলেও হজ কার্যক্রম হয়েছে সুষ্ঠু। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা।

চলতি বছর হজের জন্য নিবন্ধন করেছে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী। তাদের মধ্যে শেষ পর্যন্ত ভিসা হয়নি ১৩৬ জনের। হাব বলছে, ভিসা না হওয়ার বেশিরভাগই সৌদি সরকারের বয়সের বয়সসীমার বাধ্যবাধকতায় আটকে গেছে। তাদের দাবি, ইতিহাসে প্রথমবারের মতো এতো বেশি ভিসা হয়েছে। নিবন্ধিতদের মধ্যেও যেতে পারছে সর্বোচ্চ সংখ্যক।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত দুটি ফ্লাইট রাখা হয়েছে হজযাত্রীদের জন্য। আগামী বছর বিমান ভাড়া আরও কমানের আছে। পাশাপাশি সৌদি সরকারের নতুন নিয়মের সঙ্গে সংগতি রেখে হজ ও ওমরাহ আইন সংশোধন চায় সংগঠনটি।