ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইয়ামালকে কিনতে লাগবে ১৩৮৫১ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্সেলোনায় লামিন ইয়ামালের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। এক মৌসুম বাকি থাকলেও মাত্র ১৭ বছর বয়সে স্প্যানিশ এ তরুণ বল পায়ে যা করছেন, তাতে ইউরোপের অন্যান্য বড় ক্লাবগুলো যে ইয়ামালকে ছিনিয়ে নিতে চেষ্টা করবে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না।

তবে শঙ্কার মেঘ জমা হওয়ার সুযোগ রাখতে চায়নি বার্সা। দলবদলের সময় সীমা শুরু হওয়ার আগেই ইয়ামালের সঙ্গে চুক্তির মেয়াদ ৬ বছর বাড়িয়েছে কাতালান ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত বার্সেলোনার জার্সিতে দেখা যাবে ইয়ামালকে। মজার বিষয়, সে সময় ইয়ামালের বয়স হবে মোটে ২৩ বছর!

ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর দেকোর উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়েছে। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।

কাতালান ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ইয়ামালের রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো, বাংলাদেশ মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৮৫১ কোটি টাকা। এছাড়া বেতনও উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বার্সার সঙ্গে ইয়ামালের পথ চলার শুরু মাত্র ৭ বছর বয়সে। ক্লাবের একাডেমিতে বেড়ে ওঠা এ বিস্ময় বালক বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে মূল দলের জার্সিতে মাঠে নামেন। ধীরে ধীরে নিজেকে বার্সার মূল দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন ইয়ামাল।

এ মৌসুমে (২০২৪-২৫) রাফিনিয়া আর রবের্ত লেভানদফস্কিকে সঙ্গে নিয়ে বিধ্বংসী এক আক্রমণভাগ গড়ে তোলেন ইয়ামাল। বার্সাকে ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ) জেতাতে বড় অবদান রাখেন ১৭ বছর বয়সী এ তারকা।

এ মৌসুমে ৫৫ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ২৫ গোলে সহায়তা করেছেন। শুধু গোল করা বা করানোতে নয়, মাঠে ইয়ামালের প্রভাব দিন দিন বেড়েই চলছে। ক্রমেই প্রতিপক্ষ ডিফেন্ডারদের ত্রাসে পরিণত হচ্ছেন তিনি। বিশেষ করে মাঠের ডান উইং থেকে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ড্রিবল করে বক্সের প্রান্ত থেকে কোনাকুনি শট যেন অভ্যাসে পরিণত করেছেন।

লা লিগাতে এ মৌসুমে ১৬১টি সফল ড্রিবল করেছেন। বড় সুযোগ তৈরি করেছেন সর্বাধিক ৫৬টি। বুটের বাইরের অংশ দিয়ে ত্রিভেলা পাসেও কম যাচ্ছেন না ইয়ামাল।

স্প্যানিশ এ তারকার পারফরম্যান্সে আসন্ন বালন দ’রের দৌড়েও অনেকে এগিয়ে রাখছেন ইয়ামালকে। এমন সোনার ডিম পাড়া হাঁসকে তাই নিজেদের ক্লাবে সুরক্ষিত রাখার কাজটা সেরে ফেলল বার্সা।

আগামী ১৩ জুলাই ১৮ বছর বয়সে পা দেবেন ইয়ামাল। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কারও সঙ্গে তিন বছরের বেশি চুক্তি করা যায় না। সে কারণে এর আগে ২০২৩ সালে ইয়ামালের সঙ্গে ২০২৬ এর জুন পর্যন্ত চুক্তি করেছিল স্প্যানিশ ক্লাবটি।

নতুন চুক্তিতে ইয়ামালের বেতন বড় লাফ দেবে বলে জানিয়েছে মুন্দো দেপোর্তিভো। সেই সঙ্গে থাকবে পারফরম্যান্স বোনাস। এছাড়া কয়েকদিন আগে বেশ কয়েকটি ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আসছে মৌসুমে বার্সার ১০ নম্বর জার্সি গায়ে দেখা যেতে পারে ইয়ামালকে।

নিউজটি শেয়ার করুন

ইয়ামালকে কিনতে লাগবে ১৩৮৫১ কোটি টাকা

আপডেট সময় : ০১:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

বার্সেলোনায় লামিন ইয়ামালের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। এক মৌসুম বাকি থাকলেও মাত্র ১৭ বছর বয়সে স্প্যানিশ এ তরুণ বল পায়ে যা করছেন, তাতে ইউরোপের অন্যান্য বড় ক্লাবগুলো যে ইয়ামালকে ছিনিয়ে নিতে চেষ্টা করবে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না।

তবে শঙ্কার মেঘ জমা হওয়ার সুযোগ রাখতে চায়নি বার্সা। দলবদলের সময় সীমা শুরু হওয়ার আগেই ইয়ামালের সঙ্গে চুক্তির মেয়াদ ৬ বছর বাড়িয়েছে কাতালান ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত বার্সেলোনার জার্সিতে দেখা যাবে ইয়ামালকে। মজার বিষয়, সে সময় ইয়ামালের বয়স হবে মোটে ২৩ বছর!

ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর দেকোর উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়েছে। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।

কাতালান ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ইয়ামালের রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো, বাংলাদেশ মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৮৫১ কোটি টাকা। এছাড়া বেতনও উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বার্সার সঙ্গে ইয়ামালের পথ চলার শুরু মাত্র ৭ বছর বয়সে। ক্লাবের একাডেমিতে বেড়ে ওঠা এ বিস্ময় বালক বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে মূল দলের জার্সিতে মাঠে নামেন। ধীরে ধীরে নিজেকে বার্সার মূল দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন ইয়ামাল।

এ মৌসুমে (২০২৪-২৫) রাফিনিয়া আর রবের্ত লেভানদফস্কিকে সঙ্গে নিয়ে বিধ্বংসী এক আক্রমণভাগ গড়ে তোলেন ইয়ামাল। বার্সাকে ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ) জেতাতে বড় অবদান রাখেন ১৭ বছর বয়সী এ তারকা।

এ মৌসুমে ৫৫ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ২৫ গোলে সহায়তা করেছেন। শুধু গোল করা বা করানোতে নয়, মাঠে ইয়ামালের প্রভাব দিন দিন বেড়েই চলছে। ক্রমেই প্রতিপক্ষ ডিফেন্ডারদের ত্রাসে পরিণত হচ্ছেন তিনি। বিশেষ করে মাঠের ডান উইং থেকে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ড্রিবল করে বক্সের প্রান্ত থেকে কোনাকুনি শট যেন অভ্যাসে পরিণত করেছেন।

লা লিগাতে এ মৌসুমে ১৬১টি সফল ড্রিবল করেছেন। বড় সুযোগ তৈরি করেছেন সর্বাধিক ৫৬টি। বুটের বাইরের অংশ দিয়ে ত্রিভেলা পাসেও কম যাচ্ছেন না ইয়ামাল।

স্প্যানিশ এ তারকার পারফরম্যান্সে আসন্ন বালন দ’রের দৌড়েও অনেকে এগিয়ে রাখছেন ইয়ামালকে। এমন সোনার ডিম পাড়া হাঁসকে তাই নিজেদের ক্লাবে সুরক্ষিত রাখার কাজটা সেরে ফেলল বার্সা।

আগামী ১৩ জুলাই ১৮ বছর বয়সে পা দেবেন ইয়ামাল। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কারও সঙ্গে তিন বছরের বেশি চুক্তি করা যায় না। সে কারণে এর আগে ২০২৩ সালে ইয়ামালের সঙ্গে ২০২৬ এর জুন পর্যন্ত চুক্তি করেছিল স্প্যানিশ ক্লাবটি।

নতুন চুক্তিতে ইয়ামালের বেতন বড় লাফ দেবে বলে জানিয়েছে মুন্দো দেপোর্তিভো। সেই সঙ্গে থাকবে পারফরম্যান্স বোনাস। এছাড়া কয়েকদিন আগে বেশ কয়েকটি ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আসছে মৌসুমে বার্সার ১০ নম্বর জার্সি গায়ে দেখা যেতে পারে ইয়ামালকে।