কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল

- আপডেট সময় : ০৩:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। আজ (বুধবার, ২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় তাকে মুক্তি দেয়া হয় বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কারা অধিদপ্তরের সহকারী কারা-মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় আপিল বিভাগ গতকাল মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দেন তাকে।
এর আগে, গতকাল (মঙ্গলবার, ২৭ মে) বিকেলে আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় হাতে পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মুক্তির আদেশ দেয়। এ আদেশ কপি পাঠানো হয় কারাগারে।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার।
শুনানি শেষে, ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা।
গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতাবিরোধী অপরাধের এটিই প্রথম মামলা, যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়।