গাজায় ত্রাণের নাগাল পেতে তিনজনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক

- আপডেট সময় : ০৪:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজার দক্ষিণে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ত্রাণ বণ্টন কেন্দ্রের নাগাল পেতে গিয়ে প্রাণ গেছে কমপক্ষে তিনজনের। আহত অর্ধশতাধিক। আকস্মিক পদদলিত হয়ে নিখোঁজ আরো অনেকে।
৯০ দিনের অবরোধের মধ্যে মঙ্গলবার (২৭ মে) ত্রাণ বণ্টন শুরু হয় যুদ্ধকবলিত উপত্যকায়। এরপরই সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। অনাহারে-অর্ধাহারে থাকা লাখ লাখ মানুষ দুপুরের প্রখর রোদের মধ্যে ত্রাণের আশায় ঝাঁপিয়ে পড়েন। খাবার, পানি, ওষুধসহ জীবন বাঁচানো ত্রাণের আশায় ভিড় ঠেলে, বেড়া ডিঙানোর চেষ্টা করেন তারা।
মাথার ওপর ইসরাইলের সামরিক হেলিকপ্টার আর গোলাগুলির শব্দ উপেক্ষা করেই নারী-শিশুসহ মরিয়া ফিলিস্তিনিরা পৌঁছানোর চেষ্টা করছিলেন ত্রাণকেন্দ্র পর্যন্ত। এতেই ঘটেছে হতাহতের ঘটনা। তিনজন নিহত, অর্ধশত আহত ও নিখোঁজ আরও অনেকে।
গাজায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন এ ত্রাণ কার্যক্রমের নিন্দা জানিয়েছে বিভিন্ন সাহায্য সংস্থা। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামে নতুন ও বিতর্কিত সংগঠনের মাধ্যমে ত্রাণ বণ্টন কর্মসূচি বর্জন করেছে জাতিসংঘ।