জনপ্রিয় রক গায়ক আর নেই

- আপডেট সময় : ০১:০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

বিশ্ববিখ্যাত রক গায়ক ও গিটারিস্ট রিক ডেরিঞ্জার আর নেই। সোমবার (২৬ মে) ফ্লোরিডার ওর্মন্ড বিচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার তত্ত্বাবধায়ক টনি উইলসন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
মাত্র ১৭ বছর বয়সে দ্য ম্যাককয়স ব্যান্ডের মাধ্যমে ‘হ্যাং অন স্লুপি’ গানটি গেয়ে বিশ্ববাসীর নজর কাড়েন ডেরিঞ্জার। ৭০-এর দশকে একক ক্যারিয়ারে তিনি ‘রক অ্যান্ড রোল, হুচি কু’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে গিটারিস্ট, প্রযোজক ও সেশন মিউজিশিয়ান হিসেবে অসংখ্য তারকা শিল্পীর সঙ্গে কাজ করেন।
গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী ‘ওয়িয়ার্ড আল’ ইয়ানকোভিচের অ্যালবাম ‘Eat It’ প্রযোজনা করেন, যেখানে মাইকেল জ্যাকসনের বিখ্যাত গানের প্যারোডি ছিল ‘Eat It’ ও ‘Who’s Fat’। ডেরিঞ্জারের জনপ্রিয় অ্যালবাম ‘All American Boy’-এর ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক ‘Joy Ride’ এবং ‘Time Warp’ এখনও শ্রোতাদের মন জয় করে।
স্টিলি ড্যান, কিস, টড রুন্ডগ্রেন, বারব্রা স্ট্রেইস্যান্ড এবং এয়ার সাপ্লাইয়ের মতো শিল্পীদের অ্যালবামে গিটার বাজিয়ে তিনি রেখেছেন অবিস্মরণীয় ছাপ। তিনি বনি টাইলারের বিখ্যাত গান ‘Total Eclipse of the Heart’-এ গিটার সোলো বাজিয়েছিলেন।
টনি উইলসন বলেন, রিকের জীবন ছিল সঙ্গীত, তিনি তার প্রতিভা ও উদ্যম দিয়ে লক্ষ শ্রোতার হৃদয় জয় করেছেন। তার মৃত্যুতে আমরা এক প্রকৃত শিল্পীকে হারালাম। সূত্র: এপি।