‘জামায়াত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং হয়েছে’

- আপডেট সময় : ০৪:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ৩৫৮ বার পড়া হয়েছে

জামায়াত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আজ (বুধবার, ২৯ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় মুক্তি পাওয়ার পর শাহবাগে আয়োজিত শোকরানা সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জামায়াত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং হয়েছে। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক।’ তিনি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ জামাতের শীর্ষ নেতাদের স্মরণ করেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালতকে ধন্যবাদ, এতদিন ন্যায় বিচার ছিল না।’ এসময় তিনি ৫ আগস্টের মহা-বিপ্লবীদের ধন্যবাদ জানান।
জামায়াতের এ নেতা বলেন, ‘এদেশের ১৮ কোটি মানুষের চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চাই, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।
এর আগে আজ সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় তাকে মুক্তি দেয়া হয়। কারা অধিদপ্তরের সহকারী কারা-মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ গতকাল মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দেন তাকে।