ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৩৩৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াডে যোগ দিতে ঢাকা পৌঁছেছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বুধবার (২৮ মে) সকাল আটটায় রোম থেকে ঢাকা পৌঁছান এই তরুণ মিডফিল্ডার। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশের টিম হোটেলে নিয়ে যাওয়া হবে।

জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হবে আগামী শনিবার (৩১ মে)। প্রবাসী খেলোয়াড়দের মধ্যে সবার আগে ফাহমিদুল ঢাকায় এসেছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ম্যাচের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তিনজন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং শমিত সোমকে রাখা হয়েছে।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর। এছাড়া সম্ভাবনা রয়েছে ফাহমিদুল ইসলাম এবং শমিত সোমেরও লাল-সবুজ জার্সিতে অভিষেক হওয়ার।

উল্লেখ্য, গত মার্চ উইন্ডোতে সৌদি আরবের ক্যাম্পে থাকলেও ঢাকা স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল, যা নিয়ে সমর্থক মহলে ব্যাপক সমালোচনা হয়। এমনকি তার প্রতি অবিচারের অভিযোগে বিক্ষোভ পর্যন্ত হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বিষয়টি নিয়ে বাফুফে সভাপতিকে তলব করেছিলেন।

ফাহমিদুলকে দলে না রাখায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক বাফুফে কর্মকর্তা। পরে জাতীয় দল কমিটির সভায় কোচকে জবাবদিহি করতে হয়। সমালোচনার মুখে এবার সেই ফাহমিদুলকেই পুনরায় দলে ডাকতে বাধ্য হয়েছেন কোচ ক্যাবরেরা। এবার তার খেলা দেখার সুযোগ পাচ্ছেন বাফুফে কর্মকর্তারা স্বচক্ষে।

আগামী ২ জুন ঢাকায় পৌঁছাবেন হামজা চৌধুরী এবং ৩ জুন আসবেন কানাডাপ্রবাসী শমিত সোম। প্রবাসী ফুটবলারদের সংযুক্তি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিকে দর্শকদের আগ্রহের তুঙ্গে নিয়ে গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম

আপডেট সময় : ০১:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াডে যোগ দিতে ঢাকা পৌঁছেছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বুধবার (২৮ মে) সকাল আটটায় রোম থেকে ঢাকা পৌঁছান এই তরুণ মিডফিল্ডার। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশের টিম হোটেলে নিয়ে যাওয়া হবে।

জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হবে আগামী শনিবার (৩১ মে)। প্রবাসী খেলোয়াড়দের মধ্যে সবার আগে ফাহমিদুল ঢাকায় এসেছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ম্যাচের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তিনজন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং শমিত সোমকে রাখা হয়েছে।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর। এছাড়া সম্ভাবনা রয়েছে ফাহমিদুল ইসলাম এবং শমিত সোমেরও লাল-সবুজ জার্সিতে অভিষেক হওয়ার।

উল্লেখ্য, গত মার্চ উইন্ডোতে সৌদি আরবের ক্যাম্পে থাকলেও ঢাকা স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল, যা নিয়ে সমর্থক মহলে ব্যাপক সমালোচনা হয়। এমনকি তার প্রতি অবিচারের অভিযোগে বিক্ষোভ পর্যন্ত হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বিষয়টি নিয়ে বাফুফে সভাপতিকে তলব করেছিলেন।

ফাহমিদুলকে দলে না রাখায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক বাফুফে কর্মকর্তা। পরে জাতীয় দল কমিটির সভায় কোচকে জবাবদিহি করতে হয়। সমালোচনার মুখে এবার সেই ফাহমিদুলকেই পুনরায় দলে ডাকতে বাধ্য হয়েছেন কোচ ক্যাবরেরা। এবার তার খেলা দেখার সুযোগ পাচ্ছেন বাফুফে কর্মকর্তারা স্বচক্ষে।

আগামী ২ জুন ঢাকায় পৌঁছাবেন হামজা চৌধুরী এবং ৩ জুন আসবেন কানাডাপ্রবাসী শমিত সোম। প্রবাসী ফুটবলারদের সংযুক্তি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিকে দর্শকদের আগ্রহের তুঙ্গে নিয়ে গিয়েছে।