ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাজেটে উৎপাদিত মোবাইলের ওপর বাড়তে পারে কর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসছে বাজেটে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর কর বাড়তে পারে। এতে এসব ফোনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। উদ্যোক্তারা বলছেন, বাড়তি ভ্যাট নেতিবাচক প্রভাব ফেলবে এ শিল্পে। সরকারের রাজস্ব বাড়াতে নতুন শুল্ক আরোপ নয় বরং অবৈধ উপায়ে স্মার্টফোন আসা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

স্মার্টফোনের চাহিদার বড় অংশ দেশে উৎপাদিত হয়। ফলে এর ব্যবহার গত কয়েক বছরে ব্যাপকহারে বেড়েছে। চাহিদা বাড়লেও আসছে বাজেটে ব্যবহারকারীদের জন্য তেমন সুখবর থাকছে না। মোবাইল শিল্পে কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজস্ব বোর্ডের।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রেজওয়ানুল হক বলেন, বর্তমানে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর উৎপাদন পর্যায়ে বৈশিষ্ট্যভেদে সাড়ে ৫ থেকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ আছে। নতুন বাজেটে এই হার আরও ২ দশমিক ৫ শতাংশ করে বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় মোবাইলের ওপর ভ্যাট বাড়ালে অবৈধ ফোনের ছড়াছড়ি হবে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্য পূরণ সম্ভব নয়।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, দেশে এখন ১৭টির মতো প্রতিষ্ঠান স্মার্টফোন উৎপাদন ও সংযোজন করছে। কর্মসংস্থানও হয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ দেখতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহার করে ৭০ শতাংশ পরিবার।

নিউজটি শেয়ার করুন

বাজেটে উৎপাদিত মোবাইলের ওপর বাড়তে পারে কর

আপডেট সময় : ০১:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

আসছে বাজেটে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর কর বাড়তে পারে। এতে এসব ফোনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। উদ্যোক্তারা বলছেন, বাড়তি ভ্যাট নেতিবাচক প্রভাব ফেলবে এ শিল্পে। সরকারের রাজস্ব বাড়াতে নতুন শুল্ক আরোপ নয় বরং অবৈধ উপায়ে স্মার্টফোন আসা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

স্মার্টফোনের চাহিদার বড় অংশ দেশে উৎপাদিত হয়। ফলে এর ব্যবহার গত কয়েক বছরে ব্যাপকহারে বেড়েছে। চাহিদা বাড়লেও আসছে বাজেটে ব্যবহারকারীদের জন্য তেমন সুখবর থাকছে না। মোবাইল শিল্পে কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজস্ব বোর্ডের।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রেজওয়ানুল হক বলেন, বর্তমানে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর উৎপাদন পর্যায়ে বৈশিষ্ট্যভেদে সাড়ে ৫ থেকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ আছে। নতুন বাজেটে এই হার আরও ২ দশমিক ৫ শতাংশ করে বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় মোবাইলের ওপর ভ্যাট বাড়ালে অবৈধ ফোনের ছড়াছড়ি হবে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্য পূরণ সম্ভব নয়।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, দেশে এখন ১৭টির মতো প্রতিষ্ঠান স্মার্টফোন উৎপাদন ও সংযোজন করছে। কর্মসংস্থানও হয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ দেখতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহার করে ৭০ শতাংশ পরিবার।