শেফিল্ডকে বিদায় জানিয়ে যা বললেন হামজা

- আপডেট সময় : ০১:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে

২০২৪-২৫ মৌসুমটা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর জন্য সত্যিই অগ্নিপরীক্ষার মতো ছিল। লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছিলেন দলকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই লক্ষ্য পূরণ হয়নি। প্রিমিয়ার লিগের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসতে হয়েছে শেফিল্ডকে, সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ারে ওঠার স্বপ্নটা অধরা থেকে যায় ব্লেডসদের। শেষ মুহূর্তে এসেও দলকে প্রিমিয়ার লিগে তুলতে না পারার কষ্টটা হামজা যেন মানতেই পারছেন না।
এদিকে, হামজার মূল দল লেস্টার সিটিও প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। শেফিল্ডের সঙ্গে মেয়াদ শেষে এখন হামজাকে ফের লেস্টারের ক্যাম্পে যোগ দিতে হবে। তাই ধারে খেলতে যাওয়া শেফিল্ড ইউনাইটেডকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের হতাশা এবং একইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা।
তিনি তার পোস্টে লিখেছেন,‘এভাবে মৌসুমের শেষ হওয়াটা সত্যিই খুব কষ্টদায়ক। গত কয়েক দিন ধরে ঠিক কীভাবে কথাগুলো বলব, সেটা খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছে, আমরা আরও অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু ভাগ্যে সেটা লেখা ছিল না।’ শেফিল্ড ইউনাইটেডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন,‘আমি ধন্যবাদ জানাতে চাই শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে যুক্ত সকলকে। প্রধান কোচ ও তার সহকারী স্টাফদের, আমার সব সতীর্থদের, এবং প্রতিটি সমর্থককে, যারা আমার সময়টা এখানে এতটা স্মরণীয় করে তুলেছেন।’
ক্লাব ফুটবলে এই কঠিন অভিজ্ঞতার পর হামজা এখন সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন জাতীয় দলের প্রতি। সব ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে বাংলাদেশের হয়ে দেশের মাটিতে তাঁর অভিষেক হওয়ার কথা। গত মার্চে ভারতের বিপক্ষে খেলেই জাতীয় দলে তাঁর অভিষেক ঘটেছিল।