ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ (বুধবার, ২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ মামলায় খালাস বা অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবশেষ একটি মামলা থেকে খালাস বাকি ছিল।

২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের একটি মামলায় তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। এ মামলাটিই এখন পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ছিল।

গত ১৪ মে ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে জরিমানা স্থগিত করে ওইদিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। গত ১৩ মে আপিল দায়েরে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। বিলম্ব মার্জনার পর ডা. জুবাইদা রহমান সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন।

গত সোমবার (২৬ মে) শুনানি শেষে আপিলের রায় দিতে ২৮ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

রায়ে জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এক আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।

যেসব মামলা থেকে তারেক রহমান খালাস
সর্বশেষ দেড় দশক আগের অর্থ পাচার মামলার দায় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দেন দেশের সর্বোচ্চ আদালত। এ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন আল মামুনের আপিলের ওপর চলতি বছরের ৬ মার্চ এ রায় হয়।

মামলাসংশ্লিষ্ট আইনজীবীদের ভাষ্য, মামলার প্রধান আসামি মামুন নির্দোষ সাব্যস্ত হওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল না থাকলেও খালাসের রায়ের সুবিধা পেয়েছেন তারেক রহমান। বিচারিক আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে খালাস দিলেও পাঁচ বছর আগে হাইকোর্ট তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

এর আগে ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় উচ্চ আদালত ও বিচারিক আদালতের রায় বাতিল করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ মামলার ছয় আসামিকেই খালাস দেন সর্বোচ্চ আদালত। এ মামলায় বিচারিক আদালত তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ড দিয়েছিলেন।

এরপর ১ ডিসেম্বর আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকেও তিনি খালাস পান। ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালতের রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড।

৩১ ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলাটি খারিজ করে দেন নড়াইলের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এ মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পুনর্বিচারের আদেশে মামলাটি খারিজ করা হয়।

হাইকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারেক রহমানের বিরুদ্ধে ৮২টির মতো মামলা হয়েছিল। ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক ও শেখ হাসিনা সরকারের আমলে এসব মামলা হয়েছে। বেশিরভাগ মামলাই ছিল মানহানির। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা খারিজ হয়ে গেছে। জরুরি অবস্থার সময় করা কিছু চাঁদাবাজির মামলাও হয়েছিল, যেসব মামলার আইনি কোনো ভিত্তি ছিল না। শেখ হাসিনার আমলে রাষ্ট্রদ্রোহ মামলাও হয়েছিল। এ মামলাটিরও আইনি কোনো ভিত্তি ছিল না, যে কারণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মামলাগুলো বাতিল করে দিয়েছেন।

গত ১৭ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, মানহানি, রাষ্ট্রদ্রোহিতাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। এর মধ্যে পাঁচটিতে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে ছয় ধরনের সাজা হয়েছিল তার। প্রতিটি মামলায় তাকে পলাতক দেখিয়ে সাজা দিয়েছিলেন সংশ্লিষ্ট আদালত।

নিউজটি শেয়ার করুন

সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ (বুধবার, ২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ মামলায় খালাস বা অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবশেষ একটি মামলা থেকে খালাস বাকি ছিল।

২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের একটি মামলায় তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। এ মামলাটিই এখন পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ছিল।

গত ১৪ মে ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে জরিমানা স্থগিত করে ওইদিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। গত ১৩ মে আপিল দায়েরে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। বিলম্ব মার্জনার পর ডা. জুবাইদা রহমান সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন।

গত সোমবার (২৬ মে) শুনানি শেষে আপিলের রায় দিতে ২৮ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

রায়ে জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এক আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।

যেসব মামলা থেকে তারেক রহমান খালাস
সর্বশেষ দেড় দশক আগের অর্থ পাচার মামলার দায় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দেন দেশের সর্বোচ্চ আদালত। এ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন আল মামুনের আপিলের ওপর চলতি বছরের ৬ মার্চ এ রায় হয়।

মামলাসংশ্লিষ্ট আইনজীবীদের ভাষ্য, মামলার প্রধান আসামি মামুন নির্দোষ সাব্যস্ত হওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল না থাকলেও খালাসের রায়ের সুবিধা পেয়েছেন তারেক রহমান। বিচারিক আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে খালাস দিলেও পাঁচ বছর আগে হাইকোর্ট তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

এর আগে ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় উচ্চ আদালত ও বিচারিক আদালতের রায় বাতিল করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ মামলার ছয় আসামিকেই খালাস দেন সর্বোচ্চ আদালত। এ মামলায় বিচারিক আদালত তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ড দিয়েছিলেন।

এরপর ১ ডিসেম্বর আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকেও তিনি খালাস পান। ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালতের রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড।

৩১ ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলাটি খারিজ করে দেন নড়াইলের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এ মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পুনর্বিচারের আদেশে মামলাটি খারিজ করা হয়।

হাইকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারেক রহমানের বিরুদ্ধে ৮২টির মতো মামলা হয়েছিল। ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক ও শেখ হাসিনা সরকারের আমলে এসব মামলা হয়েছে। বেশিরভাগ মামলাই ছিল মানহানির। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা খারিজ হয়ে গেছে। জরুরি অবস্থার সময় করা কিছু চাঁদাবাজির মামলাও হয়েছিল, যেসব মামলার আইনি কোনো ভিত্তি ছিল না। শেখ হাসিনার আমলে রাষ্ট্রদ্রোহ মামলাও হয়েছিল। এ মামলাটিরও আইনি কোনো ভিত্তি ছিল না, যে কারণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মামলাগুলো বাতিল করে দিয়েছেন।

গত ১৭ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, মানহানি, রাষ্ট্রদ্রোহিতাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। এর মধ্যে পাঁচটিতে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে ছয় ধরনের সাজা হয়েছিল তার। প্রতিটি মামলায় তাকে পলাতক দেখিয়ে সাজা দিয়েছিলেন সংশ্লিষ্ট আদালত।