ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সৌদির ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি ক্লাব আল নাসরে কি শেষ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো অধ্যায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই দিয়েছেন এমন ইঙ্গিত। এর আগে ফিফা সভাপতিও জানিয়েছিলেন, ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া কোন দলে দেখা যেতে পারে পর্তুগিজ এ তারকাকে। কোন ক্লাব হতে পারে সিআর সেভেনের পরবর্তী ঠিকানা?

‘দিস চ্যাপ্টার ইজ ওভার। দ্য স্টোরি? স্টিল বিইং রিটেন’— ক্লাব ক্যারিয়ারে ৮০০তম গোলের মাইলফলক ছোঁয়ার পরদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা ক্রিস্টিয়ানো রোনালদোর এ পোস্ট এখন রীতিমত ভাইরাল।

বেশ কিছুদিন ধরেই চলছিলে রোনালদোর আল-নাসর ছাড়ার গুঞ্জন। অবশেষে চার বাক্যের এক পোস্টে চলমান সেই গুঞ্জনের সত্যতা প্রকাশ পেলো। শুরুটা বাহারি আলোকসজ্জ্বায় রঙিন হলেও আল-নাসরের দর্শকদেরও রোনালদোর প্রতি আবেদন কমেছে শেষটায়।

২০ বছরের ক্লাব ক্যারিয়ারে ৭ দফায় ৫টি ক্লাবের হয়ে খেলা রোনালদোর সর্বশেষ ক্লাব আল-নাসর। ২০২৩ সালের জুনে সৌদি ক্লাবটিতে দুই বছরের চুক্তিতে নাম লেখান সিআর সেভেন।

মৌসুমে ২০ কোটি ডলারের চোখধাঁধাঁনো সেই চুক্তির মেয়াদ শেষ এই জুনেই। তবে রোনালদোর পোস্টে স্পষ্ট, পর্তুগিজ তারকা এখনই ইতি টানতে চান না ক্যারিয়ারে। গোলমেশিন খ্যাত এ তারকার পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতুহল বাড়ছে ফুঠবল বিশ্বে।

উত্তরটা সম্ভবত এই মুহূর্তে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোই সবচেয়ে ভালো জানেন। কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্ব থেকে আল-নাসর ছিটকে যাওয়ার পরও ইনফান্তিনো অন্তত দুই দফায় বলেছেন ক্লাব বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন। কিন্তু নিশ্চিত হবার জন্য গল্প লেখার শেষ অবধি অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

গোল সংখ্যার মত, পাল্লা দিয়ে নাম্বার সেভেনের বয়সও বাড়ছে। তবে থামার কোনো লক্ষণই নেই। আলোচক-সমালোচক-ভক্তদের অনেকেই হয়ত রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন সৌদিতেই। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ‌দস সানতোস অ্যাভেইরোর চোখ ৯৩৬ ছাড়িয়ে হাজারের দিকে।

আল-নাসরকে একবারও লিগ শিরোপা জেতাতে না পারা রোনালদোকে দলে ভেড়াতে অবশ্য এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো এবং পালমেইরাস। কারণ আগ্রহী ক্লাবের তালিকায় আছে মেজর সকার লিগের এই ক্লাবটির নামও। তবে এই তালিকা গুঞ্জন নাকি সত্যি সেটা নিয়েও আছে প্রশ্ন।

নিউজটি শেয়ার করুন

সৌদির ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো

আপডেট সময় : ০৪:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

সৌদি ক্লাব আল নাসরে কি শেষ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো অধ্যায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই দিয়েছেন এমন ইঙ্গিত। এর আগে ফিফা সভাপতিও জানিয়েছিলেন, ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া কোন দলে দেখা যেতে পারে পর্তুগিজ এ তারকাকে। কোন ক্লাব হতে পারে সিআর সেভেনের পরবর্তী ঠিকানা?

‘দিস চ্যাপ্টার ইজ ওভার। দ্য স্টোরি? স্টিল বিইং রিটেন’— ক্লাব ক্যারিয়ারে ৮০০তম গোলের মাইলফলক ছোঁয়ার পরদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা ক্রিস্টিয়ানো রোনালদোর এ পোস্ট এখন রীতিমত ভাইরাল।

বেশ কিছুদিন ধরেই চলছিলে রোনালদোর আল-নাসর ছাড়ার গুঞ্জন। অবশেষে চার বাক্যের এক পোস্টে চলমান সেই গুঞ্জনের সত্যতা প্রকাশ পেলো। শুরুটা বাহারি আলোকসজ্জ্বায় রঙিন হলেও আল-নাসরের দর্শকদেরও রোনালদোর প্রতি আবেদন কমেছে শেষটায়।

২০ বছরের ক্লাব ক্যারিয়ারে ৭ দফায় ৫টি ক্লাবের হয়ে খেলা রোনালদোর সর্বশেষ ক্লাব আল-নাসর। ২০২৩ সালের জুনে সৌদি ক্লাবটিতে দুই বছরের চুক্তিতে নাম লেখান সিআর সেভেন।

মৌসুমে ২০ কোটি ডলারের চোখধাঁধাঁনো সেই চুক্তির মেয়াদ শেষ এই জুনেই। তবে রোনালদোর পোস্টে স্পষ্ট, পর্তুগিজ তারকা এখনই ইতি টানতে চান না ক্যারিয়ারে। গোলমেশিন খ্যাত এ তারকার পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতুহল বাড়ছে ফুঠবল বিশ্বে।

উত্তরটা সম্ভবত এই মুহূর্তে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোই সবচেয়ে ভালো জানেন। কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্ব থেকে আল-নাসর ছিটকে যাওয়ার পরও ইনফান্তিনো অন্তত দুই দফায় বলেছেন ক্লাব বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন। কিন্তু নিশ্চিত হবার জন্য গল্প লেখার শেষ অবধি অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

গোল সংখ্যার মত, পাল্লা দিয়ে নাম্বার সেভেনের বয়সও বাড়ছে। তবে থামার কোনো লক্ষণই নেই। আলোচক-সমালোচক-ভক্তদের অনেকেই হয়ত রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন সৌদিতেই। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ‌দস সানতোস অ্যাভেইরোর চোখ ৯৩৬ ছাড়িয়ে হাজারের দিকে।

আল-নাসরকে একবারও লিগ শিরোপা জেতাতে না পারা রোনালদোকে দলে ভেড়াতে অবশ্য এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো এবং পালমেইরাস। কারণ আগ্রহী ক্লাবের তালিকায় আছে মেজর সকার লিগের এই ক্লাবটির নামও। তবে এই তালিকা গুঞ্জন নাকি সত্যি সেটা নিয়েও আছে প্রশ্ন।