ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি ম্যাক্রোঁর

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেল আবিব সরকার গাজার মানবিক সংকটের প্রতি সাড়া না দিলে ইসরায়েলের ওপর “নিষেধাজ্ঞা প্রয়োগ” করা হবে বলে সতর্ক করে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। শুক্রবার সিঙ্গাপুর সফরকালে ম্যাক্রোঁ বলেন, ‘গাজার ফিলিস্তিনিরা যখন ক্রমবর্ধমান ক্ষুধা সংকটের মুখোমুখি হচ্ছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না। মানবিক অবরোধ এমন একটি পরিস্থিতি তৈরি করছে যা অসহনীয়।’

তিনি বলেন, ‘মানবিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ আগামী কয়েক ঘণ্টা এবং দিনগুলোতে কোনো প্রতিক্রিয়া না পেলে আমাদের সম্মিলিত অবস্থান আরও কঠোর করতে হবে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বিবেচনা করতে পারে ফ্রান্স।’

প্রতিবেদনে বলা হয়, গত তিনমাস ধরে গাজায় অবরোধ এবং ‍দুর্ভিক্ষের কারণে তেল আবিবের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে।

ইসরায়েল সম্প্রতি বলেছে, তারা আন্তর্জাতিক চাপের বিষয়টি মাথায় রেখে গাজায় “ন্যূনতম” খাদ্য ও ওষুধ সরবরাহের অনুমতি দেবে। তবে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি নতুন এনজিও’র নিয়ন্ত্রণাধীন উপত্যকায় ত্রাণ প্রবেশের সাথে সাথে লুটপাট ও সহিংসতার ঘটনাও ঘটেছে।

ম্যাক্রোঁ ইসরায়েলের প্রতি আশা রেখে বলেন, ‘আমি এখনও আশা করি যে ইসরায়েল সরকার তার অবস্থান পরিবর্তন করবে এবং অবশেষে আমরা একটি মানবিক প্রতিক্রিয়া পাব।’ ফরাসি নেতা জোর দিয়ে আরও বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি শুধুমাত্র একটি নৈতিক কর্তব্য নয়, বরং একটি রাজনৈতিক প্রয়োজনীয়তা।’

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি ম্যাক্রোঁর

আপডেট সময় : ১০:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

তেল আবিব সরকার গাজার মানবিক সংকটের প্রতি সাড়া না দিলে ইসরায়েলের ওপর “নিষেধাজ্ঞা প্রয়োগ” করা হবে বলে সতর্ক করে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। শুক্রবার সিঙ্গাপুর সফরকালে ম্যাক্রোঁ বলেন, ‘গাজার ফিলিস্তিনিরা যখন ক্রমবর্ধমান ক্ষুধা সংকটের মুখোমুখি হচ্ছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না। মানবিক অবরোধ এমন একটি পরিস্থিতি তৈরি করছে যা অসহনীয়।’

তিনি বলেন, ‘মানবিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ আগামী কয়েক ঘণ্টা এবং দিনগুলোতে কোনো প্রতিক্রিয়া না পেলে আমাদের সম্মিলিত অবস্থান আরও কঠোর করতে হবে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বিবেচনা করতে পারে ফ্রান্স।’

প্রতিবেদনে বলা হয়, গত তিনমাস ধরে গাজায় অবরোধ এবং ‍দুর্ভিক্ষের কারণে তেল আবিবের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে।

ইসরায়েল সম্প্রতি বলেছে, তারা আন্তর্জাতিক চাপের বিষয়টি মাথায় রেখে গাজায় “ন্যূনতম” খাদ্য ও ওষুধ সরবরাহের অনুমতি দেবে। তবে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি নতুন এনজিও’র নিয়ন্ত্রণাধীন উপত্যকায় ত্রাণ প্রবেশের সাথে সাথে লুটপাট ও সহিংসতার ঘটনাও ঘটেছে।

ম্যাক্রোঁ ইসরায়েলের প্রতি আশা রেখে বলেন, ‘আমি এখনও আশা করি যে ইসরায়েল সরকার তার অবস্থান পরিবর্তন করবে এবং অবশেষে আমরা একটি মানবিক প্রতিক্রিয়া পাব।’ ফরাসি নেতা জোর দিয়ে আরও বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি শুধুমাত্র একটি নৈতিক কর্তব্য নয়, বরং একটি রাজনৈতিক প্রয়োজনীয়তা।’