ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্টুডেন্ট ভিসার স্থগিতাদেশ বেশি দিন স্থায়ী হবে না: মার্কিন পররাষ্ট্র দপ্তর

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ৩৭৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাময়িকভাবে স্থগিত হওয়া শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার প্রক্রিয়া শিগগিরই চালুর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ মে) দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াকরণে বর্তমান স্থগিতাদেশ কেবল অস্থায়ী।

পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিক শিক্ষার্থীদের আশ্বস্ত করে এক বিবৃতিতে বলেছে, ভিসা অ্যাপয়েন্টমেন্ট শীঘ্রই পুনরায় শুরু হবে। যদিও নতুন নিয়ম প্রস্তুত করা হচ্ছে সোশ্যাল মিডিয়া কার্যকলাপ পরীক্ষা করার জন্য।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সম্ভাব্য শিক্ষার্থীদের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে উৎসাহিত করে সাংবাদিকদের বলেন, ‘যদি এটি সপ্তাহ বা মাসের জন্য স্থায়ী হতো, তাহলে আমি পরামর্শ দিতাম না। আমি আপনাকে বলতে পারি যে এটি এমন কিছু যা সম্ভবত শীঘ্রই ঘটবে।’

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনকে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেন। এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে— আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা।

মূলত, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের সন্ত্রাসী হামলার জবাবে গাজায় ইসরায়েলের অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। এসব আন্দোলনে বিদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসব আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং বিদেশি শিক্ষার্থীদের পর্যাপ্তভাবে পর্যবেক্ষণ করা হয়নি। এই প্রেক্ষাপটেই শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

স্টুডেন্ট ভিসার স্থগিতাদেশ বেশি দিন স্থায়ী হবে না: মার্কিন পররাষ্ট্র দপ্তর

আপডেট সময় : ০৪:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

সাময়িকভাবে স্থগিত হওয়া শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার প্রক্রিয়া শিগগিরই চালুর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ মে) দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াকরণে বর্তমান স্থগিতাদেশ কেবল অস্থায়ী।

পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিক শিক্ষার্থীদের আশ্বস্ত করে এক বিবৃতিতে বলেছে, ভিসা অ্যাপয়েন্টমেন্ট শীঘ্রই পুনরায় শুরু হবে। যদিও নতুন নিয়ম প্রস্তুত করা হচ্ছে সোশ্যাল মিডিয়া কার্যকলাপ পরীক্ষা করার জন্য।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সম্ভাব্য শিক্ষার্থীদের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে উৎসাহিত করে সাংবাদিকদের বলেন, ‘যদি এটি সপ্তাহ বা মাসের জন্য স্থায়ী হতো, তাহলে আমি পরামর্শ দিতাম না। আমি আপনাকে বলতে পারি যে এটি এমন কিছু যা সম্ভবত শীঘ্রই ঘটবে।’

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনকে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেন। এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে— আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা।

মূলত, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের সন্ত্রাসী হামলার জবাবে গাজায় ইসরায়েলের অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। এসব আন্দোলনে বিদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসব আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং বিদেশি শিক্ষার্থীদের পর্যাপ্তভাবে পর্যবেক্ষণ করা হয়নি। এই প্রেক্ষাপটেই শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।