কী কারণে ভেঙেছিল রাশ্মিকা মন্দানার প্রথম বিয়ে?

- আপডেট সময় : ১২:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ৪১৪ বার পড়া হয়েছে

ভারতের দক্ষিণী ছবির অভিনেত্রী রাশ্মিকা মন্দান্নার জীবন বদলে যায় ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির মাধ্যমে। যদিও জনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু আল্লু অর্জুনের বিপরীতে এই ছবিতে অভিনয় তাঁর কেরিয়ার সম্পূর্ণ বদলে দেয়। এখন বলিউডের ছবিতেও চুটিয়ে কাজ করছেন রাশ্মিকা।
তবে জানেন কি খুব ছোট বয়সেই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল রাশ্মিকার। এমনকী হয়ে গিয়েছিল বাগদানও। তবে হঠাৎই ভেঙে গেল বিয়ে! জানেন কে ছিলেন রাশ্মিকার প্রথম প্রেম? শুরুটা হয়েছিল ২০১৬ সালে। সে সময় অভিনেতা রক্ষিত শেট্টির বিপরীতে ডেবিউ করেছিলেন রাশ্মিকা। ছবির নাম ছিল ‘কিরিক পার্টি’। পরিচালনায় ‘কান্তারা’ খ্যাত ঋষভ শেট্টি।
মুক্তি পেতেই বক্স অফিসে যাবতীয় রেকর্ডকে ভেঙে দিয়েছিল ওই ছবি। বক্সঅফিসের হিসাব বলে, ৪ কোটি বাজেটের ওই ছবি ৫০ কোটির ব্যবসা করে। প্রথম ছবির শুটিং সেটেই প্রেম শুরু হয় রক্ষিত-রাশ্মিকার। অভিনেত্রীর থেকে প্রায় ১৩ বছরের বড় ছিলেন রক্ষিত। ২০১৭ সালের ৩ জুলাই পরিবারের সকলের সম্মতিতে তাঁদের বাগদানও হয়ে যায় তাঁদের। কথা ছিল খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা।
জানা যায়,সে সময় রাশ্মিকার বয়স মাত্র ২১ বছর। ওদিকে রক্ষিতের বয়স ছিল ৩৪ বছর। কিন্তু ২০১৮ সালেই সব আচমকা শোনা যায় তাঁদের বিয়ে ভেঙে গিয়েছে। বিনোদন জগতের অন্দরে কান পাত্রে শোনা যায়, বাগদানের পর থেকেই দু’জনের নাকি একে অপরের সঙ্গে মানিয়ে নিতে বেজায় অসুবিধে হচ্ছিল। তাই এই সিদ্ধান্তে হেঁটেছিলেন তাঁরা।
প্রসঙ্গত, বর্তমানে অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাশ্মিকা। যদিও এখনও পর্যন্ত নিজেদের প্রেম প্রসঙ্গে মুখ খোলেননি দুই তারকা। তবুও একসঙ্গে বহুবার অজান্তেই ধরা দেন রাশ্মিকা-বিজয়।