নাসের আল খেলাইফির স্বপ্নপূরণ

- আপডেট সময় : ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ৫৬৫ বার পড়া হয়েছে

কিলিয়ান এমবাপে, নেইমার আর লিওনেল মেসির মতো তারকাদের বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন পিএসজির দিন বুঝি শেষ। কিন্তু লুইস এনরিকে যেন সেই সুযোগটিকেই কাজে লাগালেন।
তিনি বোঝাতে পেরেছেন ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি এবং ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোসকে, এমবাপের পরবর্তী যুগেও পিএসজিকে নতুনভাবে গড়া সম্ভব।
এই ফাইনাল তার সেই বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ।
পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি, আমেরিকান টিভি চ্যানেল সিবিএসকে বলেন “এটাই আমাদের ক্লাবের ইতিহাসের সেরা মৌসুম”।
“আমরা ভবিষ্যতের জন্য দল গড়ছি। আজকের ফলাফল যাই হোক না কেন, আমাদের পরিকল্পনা বদলাবে না। আসল কাজ এখন শুরু। আমাদের আরও বিনয়ী হতে হবে, বাস্তববাদী হতে হবে।”
তিনি আরও বলেন, “আমি খুবই গর্বিত, ভক্তদের জন্য, ফ্রান্সের জন্য। শুধু প্যারিস নয়, পুরো ফ্রান্স এই অর্জনের যোগ্য। আমাদের দারুণ লিগ আছে, ঐতিহ্যবাহী কিছু ক্লাব আছে। আমি নিশ্চিত, এই অর্জনের পর লিগ আরও ভালো হবে।”
“আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। আমরা ফরাসি ফুটবলের জন্য কিছু করতে চেয়েছি, কিন্তু তাও সমালোচনা এসেছে। সেটা অবশ্যই কষ্ট দিয়েছে, তবে আমি নিজের লক্ষ্যে স্থির ছিলাম।”
সবশেষে পিএসজি প্রেসিডেন্ট যোগ করেন, “এই বছরটিকে আমরা সেরা বছর হিসেবে পরিকল্পনা করিনি। কিন্তু আজ, সৃষ্টিকর্তার ইচ্ছায় দলটা প্রমাণ করেছে, আমাদের আছে বিশ্বের সেরা কোচ, সেরা খেলোয়াড় এবং দারুণ সব সমর্থক।”