বিপৎসীমার ওপর দিয়ে বইছে নদ-নদীর পানি, আতঙ্কে স্থানীয়রা

- আপডেট সময় : ০৪:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ৪২৬ বার পড়া হয়েছে

টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট বিভাগের কয়েকটি জেলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে নদ-নদীর পানি। এতে বন্যা আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা।
ভারী বৃষ্টিতে সিলেটের আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ১৭৬ সেন্টিমিটার ওপরে কুশিয়ারা ও কানাইঘাট পয়েন্টে ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে সুরমা নদীর পানি। এতে জকিগঞ্জ ও বিয়ানী বাজারে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। বৃষ্টি অব্যাহত থাকলে বিয়ানীবাজারে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার শঙ্কায় স্থানীয়রা।
এ ছাড়া, মৌলভীবাজারে দ্রুত বাড়ছে মনু নদীর পানি। জুড়ি নদীতে ১৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে উজানের ঢলে উঠানামা করছে ফেনীর সীমান্তবর্তী তিন নদীর পানি। নদী তীরে বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এতে বন্যার শঙ্কায় হাজারো মানুষ।
পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাইড়ায় ১৮ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন সাড়ে ৪ শ’ পরিবার।